Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতাড়িত হচ্ছে ৮০ হাজার শরণার্থী

সুইডেনে বিপুলসংখ্যক অভিবাসন প্রার্থীর আবেদন বাতিল

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সুইডেন থেকে ৮০ হাজার শরণার্থীকে বিতাড়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সুইডেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ঘোষণায় বলা হয়েছে, শরণার্থী হিসেবে বসবাসের জন্য এসব ব্যক্তির আবেদন গ্রহণযোগ্য না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার্টার বিমানের মাধ্যমে তাদের বিতাড়ন করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানডারস গেম্যান। তিনি জানান, প্রাথমিকভাবে আবেদন বাতিল হওয়া ব্যক্তিদের সংখ্যা প্রায় ৬০ হাজার। তবে, এটা বেড়ে ৮০ হাজারে দাঁড়াতে পারে। ২০১৫ সালে সুইডেনে শরণার্থী হিসেবে অবস্থানের জন্য প্রায় ১ লাখ ৬৩ হাজার আবেদন জমা পড়ে, যা ইউরোপের অন্য যেকোনো দেশের থেকে বেশি। প্রায় ৫৫ হাজার ৮০০ আবেদন যাচাই করা হয়, যাদের মধ্যে ৫৫ শতাংশ আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। খবরে বলা হয়, শরণার্থী হিসেবে বসবাসের জন্য যাদের আবেদন বাতিল হয়েছে এবং যারা ২০১৫ সালে সুইডেনে প্রবেশ করেছেন, তাদেরই বের করে দেওয়া হবে। ভাড়া করা বিমানে এসব শরণার্থীকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এ জন্য কয়েক বছর সময়ের প্রয়োজন।
উল্লেখ্য, গত এক বছর সময়ে সিরিয়া, ইরাক এবং অন্য আরো কয়েকটি দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ অভিবাসন প্রার্থী হয়ে ইউরোপ পাড়ি দেয়। যুদ্ধবিধ্বস্ত এই দেশগুলোতে জীবন ও সম্পদের নিরাপত্তা চরমভাবে বিপন্ন হওয়ার প্রেক্ষিতে তারা ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এদের মধ্যে অনেকে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে জীবন হারায়। ইউরোপের দেশগুলোতে গোটা পরিবার নিয়ে উপস্থিত হওয়ার পরেও অনেকে প্রচ- শীত এবং অনাহারে চরম দুর্ভোগের শিকার হয়। অন্যদিকে এইসব উদ্বাস্তুদের আশ্রয় দেওয়া সিদ্ধান্ত নিতে গিয়ে বিভক্ত হয়ে পড়ে ইউরোপ। এমনকি এই ইস্যুতে পাসপোর্টমুক্ত শেনজেন চুক্তিও হুমাকির মুখে পড়ে। এই পরিস্থিতিতে অভিবাসন ঠেকাতে স্ক্যান্ডেনেভিয়ার দেশ ডেনমার্ক বিতর্কিত একটি আইন পাস করেছে। এর পরপরই সুইডেন ৮০ হাজার শরণার্থী বহিষ্কার করার সিদ্ধান্ত ঘোষণা করলো। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতাড়িত হচ্ছে ৮০ হাজার শরণার্থী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ