Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ইতিহাসের সেরা গোল মিস!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৫:৪১ পিএম

গোলরক্ষকের মাথার উপর দিয়ে ক্রিস্টোফারা এনকুনকুর চিপ শট জালের দিকেই যাচ্ছিল। এমন সময় সম্ভবত ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে মিসটি করলেন এরিক ম্যাক্সিম চুপো-মটিং। বলে আলতো ছোঁয়া লাগালেন। লাইনের উপর থেকে দিক পাল্টে বল পোস্টে লেগে বাইরে চলে এলো। ক্যামেরুন ফরোয়ার্ডের অবিশ্বাস্য এমন মিসে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হওয়ার সময় বেড়েছে পিএসজির। ঘরের মাঠে গতকাল স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচটি ২-২ ড্র করে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই চুপো-মটিংয়ের গোলেই ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ১৩ মিনিট পরেই নুতো ডি কস্তার গোলে সমতায় ফেরে স্ট্রাসবুর্গ। এর পরেই চোখ কপালে তোলা মিসটি করেন চুপো-মটিং। বিবিসি এটাকে ইতিহাসের সেরা মিস কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছে। ম্যাচ শেষে অবশ্য এর জন্য দুঃখ প্রকাশ করেছেন ৩০ বছর বয়সী, ‘এটা অনেক লজ্জার, কারণ বল ভেতরেই যাচ্ছিল। এজন্য আমি দুঃিখত।’
প্রথমার্ধেই অ্যান্থনি গঞ্জালভেস সফরকারি দলকে এগিয়ে নেন। আর নির্ধারিত সময়ের আট মিনিট আগে প্রেসনেল কিম্পেম্বের গোলে হার এড়ায় টমাস টুখেলের দল। নেইমার-কাভানি জুটি চোটের কারণে মাঠের বাইরে। এদিন একাদশের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপেও। দ্বিতীয়ার্ধে মৌসুমে ২৭ গোল করা ফরাসি ফরোয়ার্ডকে মাঠে নামান কোচ, কিন্তু তাতে সমতায় ফেরা গেলেও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি।
অথচ জিতলেই আট ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করত পিএসজি। ৩০ ম্যাচে ২৬ জয়, ৩ ড্র ও ১ হারে তাদের সংগ্রহ ৮১ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ২০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা লিল। আগামী রোববার মুখোমুখি হবে শীর্ষ দুই দল। এদিন ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে পিএসজির।
গত ছয় মৌসুমে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া পিএসজি চলতি মৌসুমে ঘরের মাঠে আগের ১৬ ম্যাচেই জয় পেয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোল মিস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ