Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় চসিক মেয়র

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ঘূর্ণিঝড় ও জোয়ারে নগরীর পতেঙ্গা, হালিশহর, কাট্টলী, বাকলিয়া, ফিরিঙ্গীবাজার, পাথরঘাটা, বক্সিরহাটসহ উপকূলীয় এলাকা ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হয়েছে। পতেঙ্গার ঘূর্ণিঝড়ের আঘাতে নেভাল একাডেমি এলাকার এয়ারপোর্ট রোড, সি-বীচসহ উপকূলীয় এলাকার বেড়িবাঁধ, প্রতিরোধ দেয়াল, দোকানপাট, রাস্তাঘাট, ঘর-বাড়ি ও সহায়-সম্পদ, গাছ বিনষ্ট হয়ে গেছে। মেয়র সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সিটি কর্পোরেশনের প্রকৌশলী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নাগরিকদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত নেভাল এ্যাভিনিউ এলাকা, এয়ারপোর্ট, এয়ারপোর্ট রোড, দক্ষিণ পতেঙ্গার দক্ষিণ পাড়া, ডুবিয়া পাড়া, ১৪ নং, ১৫ নং নজিরপাড়া, চরপাড়া, ফুলছড়িপাড়া, উত্তর পতেঙ্গা ওয়ার্ডের মুসলিমাবাদ, হোসেন আহমদ পাড়া, দক্ষিণ হালিশহরের নতুন ও পুরাতন সাইট পাড়া পোর্ট কানেকটিং রোড, আগ্রাবাদ, উত্তর ও দক্ষিণ কাট্টলী, বক্সীরহাট, চাকতাই, খাতুনগঞ্জ, আছাদগঞ্জ, জলিল নগর, পাথরঘাটা, ফিরিঙ্গী বাজার এলাকাসহ উপকূলীয় এলাকা পরিদর্শন করেন। ঘূর্ণিঝড়ের মধ্যেই তিনি এসব এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। মেয়র পরিদর্শনকালে নিজে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেন। এছাড়াও তিনি দ্রæত ক্ষতিগ্রস্ত সড়কের উপরে পড়ে থাকা গাছ-গাছড়া ও অন্যান্য প্রতিবন্ধকতা দ্রæত সরিয়ে নেয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্ধার কাজে নিয়োজিতদের নির্দেশ দেন এবং রোয়ানু’র কারণে পানিতে প্লাবিত এলাকাবাসীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন। আ জ ম নাছির উদ্দীন রোয়ানু’র আঘাতে নিহতদের প্রতি শোক এবং আহত ও ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি সমবেদনা জানান। তিনি প্রাকৃতিক দুর্যোগে ধৈর্য ধরে মোকাবেলার পরামর্শ দেন। মেয়র এ দুর্যোগকালীন সময়ে দায়িত্বরত ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, রেডক্রিসেন্ট, যুব রেডক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় চসিক মেয়র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ