Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোড়া মবিল থেকে গ্যাস ও জ্বালানী তেল তৈরি করলেন মোটরমেকানিক মিজান

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ৪:৫২ পিএম

অপ্রয়োজনীয় ফেলনা পোড়া মবিল দিয়ে এবার তৈরী হচ্ছে গ্যাস বা জ্বালানী তেল’র ন্যায় মূল্যবান সম্পদ। যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার মোটর ম্যাকানিক মিজান উদ্ভাবন করলেন পোড়া মবিল থেকে গ্যাস ও জ্বালানী তেল। যান বাহন বা কল কারখানার বাদ দেয়া পোড়া মবিল পরিবেশ দুষণ করে থাকে। পরিবেশ দুষণ মুক্ত করতে মিজান এই উদ্যোগ নিয়েছেন। গত এক বছর ধরে পোড়া মবিল নিয়ে গবেষণা করে সফল হয়েছেন তিনি।

মিজান বলেন, ‘আমি ভেবে দেখলাম আমাদের দেশে লাখ লাখ যানবাহন ও কলকারখানা থেকে যায় প্রচুর পরিমাণ পোড়া মবিল। যে মবিল নষ্ট করছে আমাদের পরিবেশ, স্বাস্থ্যহানী হচ্ছে মানবদেহের। এমন চিšতা ভাবনায় থেকে গবেষণা মনোনিবেশ করি কিভাবে এসব পোড়া মবিল কিভাবে কাজে লাগানো যায়। একদিন কিছু বাদপড়া পোড়া মবিল আমি খোলা মাঠে ঘাসের উপর ফেলে আসি। কিছু দিন পর দেখি ঘাসগুলো মারা গেছে। এমনিভাবে পানিতে ফেললেও মারা যাচ্ছে মাছ। পোড়া মবিল কাজে লাগাতে যেয়ে দেখি তা থেকে উৎপাদন হচ্ছে গ্যাস ও জ্বালানী তেল। একটি কন্টিনারে পোড়া মবিল জালিয়ে গ্যাস তৈরি করেছি। রান্না সহ বিভিন্ন কাজে এই গ্যাস ব্যবহার করা হয়েছে। অবশিষ্ট অংশ রিসাইক্লিং করে ডিজেল মবিল ও কেরোসিন তেল তৈরি করা যায়। এখন শুধু দরকার সরকারের সহায়তা।

শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের আমতলা গাতিপাড়ার অজ পাড়া গাঁয়ে ১৯৭১ সালের ৫ মে জন্মগ্রহণ করেন মিজান। তার ভাল নাম মিজানুর রহমান। পিতা আক্কাজ আলী ও মাতা খাদেজা খাতুন। আজ আর তারা কেউ বেঁচে নেই। পিতা-মাতার ৬ সন্তানের মধ্যে মিজান পঞ্চম। বর্তমান শার্শা উপজেলা সদরের শ্যামলাগাছি গ্রামে তার বসবাস। দারিদ্রতার কারণে লেখাপড়া শিখতে পারিনি মিজান। ৮/৯ বছর বয়সেই বেঁচে থাকার তাগিদে নেমে পড়েন কর্মে। মাঠে মাঠে ইরি ধানের ক্ষেতে শ্যালোমেশিন চালানো এবং মেরামতের কাজ করেন মিজান। পরবর্তীতে নাভারন বাজারে একটি মোটরসাইকেলের গ্যারেজ করেন মিজান। সেখান থেকেই তার মোটর মেকানিক পেশা হিসেবে কর্ম জীবন শুরু। বর্তমানে শার্শা বাজারে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামে একটি মোটরসাইকেল গ্যারেজ রয়েছে তার। এখানেই তার কর্ম। তবে ছোট বেলা থেকেই তার সখ ছিল নতুন কিছু করা, নতুন কিছু জানা। তবে মেকানিক হিসেবে ইঞ্জিন তৈরি করতে প্রবল আগ্রহ ছিল। বার বার চেষ্টা করে মিজান তৈরি করেন ইঞ্জিন।

মিজান প্রথমে উদ্ভাবন করেন হাফ ক্র্যানসেপ্ট দিয়ে একটি আলগা ইঞ্জিন। তার ইঞ্জিনের সম¯ত যন্ত্রপাতি দেখা যেত বাহির থেকে। এ ইঞ্জিনটি একবার জ্বালানী তেল দিয়ে চালু করলে পরবর্তীতে আর তেল লাগতো না। সৃষ্ট ধোয়া থেকে জ্বালানী তৈরি করে নিজে নিজে চলতো ইঞ্জিনটি।

ঢাকার তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানীর পর মিজান উদ্ভাবন করেন স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপন যন্ত্র। বাসা-বাড়ি, কলকারখানা, অফিস, আদালতে আগুন লাগলে যন্ত্রটি আগুন নিভাতে ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে আগুন নিভাতে শুরু করে। এটি বিদ্যুত না থাকলেও চলে। এ যন্ত্রটি স্বল্প জায়গায় রাখা যায়। যখনই কোনো জায়গায় আগুন লাগে যন্ত্রটি তার তাপমাত্রা নির্নয়ক যন্ত্রের মাধ্যমে আগুনের অবস্থান নিশ্চিত করে স্বয়ংক্রিয়ভাবে এ্যালার্ম ও রেড লাইট অন করে দেয়। তার পর একই সঙ্গে সংযুক্ত মোবাইল হতে সংশ্লিষ্ট সকলকে ফোন দেয় এবং পাশাপাশি যন্ত্রটি পানির পাম্পের সুইচ অন করে দেয়। যা আগুনের অবস্থান নিশ্চিতের ৫/৭ সেকেন্ডের মধ্যেই সম্ভব হয়। তারপর পানির পাম্পের সঙ্গে সংযুক্ত পাইপের মাধ্যমে আগুনের অবস্থানে পৌঁছে এবং অসংখ্যা ছিদ্রযুক্ত ফাপা বলের আগুনে ছড়িয়ে পড়ে। ফলে আগুনটি নিভে যায়। এটি উদ্ভাবনের পর ২০১৫ সালে যশোর জেলা স্কুলের একটি বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মিজান এটি প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে এটি বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১ম ও ২য় স্থান অধিকার করেন। দেশে পেট্রোল বোমায় যখন মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছিল ঠিক সেই সময় মিজান উদ্ভাবন করেন তার তৃতীয় উদ্ভাবন অগ্নিনিরোধ জ্যাকেট। এ জ্যাকেট গাঁয়ে ব্যবহার করে ড্রাইভার বা ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপদে কাজ করতে পারবেন। আগুনের মাঝে গিয়ে জানমাল রক্ষা করার সময় তার শরীরে আগুন স্পর্শ করবে না। চতুর্থ উদ্ভাবন ছিল অগ্নিনিরোধ হেলমেট। এটি ব্যবহার করলে দুর্ঘটনায় আগুনে গলার শ্বাসনালী পুড়বে না। তার ৫ম উদ্ভাবনায় ছিল প্রতিবন্ধিদের জীবন মান উন্নয়নে মোটরকার উদ্ভাবন। এটা বিদ্যুৎ বা পেট্রোল চালিত।

কৃষকদের স্বয়ংক্রিয় সেচযন্ত্র উদ্ভাবন ছিল তার ষষ্ট উদ্ভাবন। কৃষকরা দূর-দূরান্তের মাঠে জমিতে পানি দিতে আর ক্ষেতে যেতে হবে না। বাড়ি বসেই সেচ যন্ত্রটি মোবাইল ফোনের মাধ্যমে বন্ধ বা চালু করতে পারবেন। তাছাড়া এ যন্ত্রটি জমিতে পানির প্রয়োজন হলে নিজে নিজেই চালু হয় এবং পানির প্রয়োজন না থাকলে এটি একা একাই বন্ধ হয়ে যায়। দেশীয় প্রযুক্তিতে মিজান তার ৭ম উদ্ভাবন করেন ফ্যামেলি মোটরযান। ব্যবহার যোগ্য এ যানটি এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। মিজানের ৮ম উদ্ভাবন এ রয়েছে পরিবেশ সেফটি যন্ত্র। এটি পরিবেশ রক্ষার্থে বহুমুখী কাজ করে থাকে। বাসা-বাড়ি, অফিস বা কলকারখানায় এটি ময়লা পরিষ্কারের কাজে ব্যবহার হয়ে থাকে। হাতের স্পর্শ ছাড়াই এ যন্ত্রটি পরিষ্কার করার কাজে ব্যবহার হয়। এ যন্ত্রটি উদ্ভাবনের পর ২০১৬ সালের ৫ জুন মিজান পরিবেশ পদক লাভ করেন। জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে মিজান এ পর্যন্ত ৩৮টি সাফল্য সনদ ছাড়াও পেয়েছেন অসংখ্যা ক্রেস্ট ও সাফল্য পুরস্কার।

ইতিমধ্যে মিজানের উদ্ভাবনায় আবিষ্কৃত দেশীয় প্রযুক্তির মোটরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। গ্রামীণ স্বাস্থ্য সেবা উন্নয়নে ছোট ছোট এ্যাম্বুলেন্স তৈরি করার পদক্ষেপ ও নেয়া হয়েছে।

২০১৭ সালে পরিবেশবান্ধব যন্ত্র আবিষ্কারে বিশ্ব পরিবেশ পদক নির্ধারিত হওয়ায় ৫ জুন-২০১৭ মিজানকে আনুষ্ঠানিকভাবে পদক দিয়েছেন পরিবেশ অধিদপ্তর।

মিজান জানান, তার স্বপ্ন দেশ ও জাতির কল্যাণে কাজ করা এবং আরো নতুন নতুন উদ্ভাবন সৃষ্টি করা। এরই ধারাবাহিতকায় ২০১৯ সালে তিনি তৈরি করলেন বাদপড়া পোড়া মবিল থেকে গ্যাস ও জ্বালানী তেল।



 

Show all comments
  • উজ্জ্বল ৭ এপ্রিল, ২০১৯, ১১:৪৬ পিএম says : 0
    দেশের গর্ব।অথচ কোন প্রচার নেই।আমাদের ৫ বছরের সন্তান 'স্টিফেন হকিংস'র নাম জানলেও 'মিজানুর রহমান'র নাম জানে না। আফসোস!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ভাবন

১৮ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ