Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

এক সপ্তাহের মধ্যে পুরান ঢাকায় ফায়ার স্টেশন: মেজর শাকিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ৪:০৫ পিএম

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে পুরান ঢাকায় একটি ফায়ার স্টেশন করা হবে।

আজ রোববার পুরান ঢাকার আরমানিটোলায় ‘কেমিক্যাল এবং পারফিউমারি ব্যবসার সংকট ও সমাধান’ বিষয়ে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। মেজর শাকিল নেওয়াজ বলেন, আমি কথা দিচ্ছি- আগামী সাত দিনের মধ্যে এই এলাকায় ফায়ার স্টেশন করা হবে। এ ছাড়া যদি আমাদের জায়গায় দেয়া হয় তা হলে পুরান ঢাকায় আরও ৭-৮টি ফায়ার স্টেশন করে দেব।

এ সময় তার এ ঘোষণায় ধন্যবাদ জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। স্থানীয়দের উদ্দেশে মেয়র বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, পুরান ঢাকায় অব্যবহৃত জায়গা থাকলে আমাদের জানান। আমরা সেগুলো নিয়ে ফায়ার সার্ভিসকে দেব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেজর একেএম শাকিল নেওয়াজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ