বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের বড়াইগ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রামু চন্দ্র দাস (৩৭) নামে এক অটোরিকসা চালক নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা অটোরিকসায় থাকা প্রসাধনী সামগ্রীর বিক্রয় প্রতিনিধির কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কারবালা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকসা চালক নাটোর সদর উপজেলার মল্লিকহাটি মহল্লার বাবুল চন্দ্র দাসের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস জানান, নাটোরের একটি প্রসাধনী কোম্পানীর বিক্রয় প্রতিনিধি সারাদিন বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন দোকানে তাদের মালামাল বিক্রয় শেষে অটোরিকসাযোগে নাটোর শহরে ফিরছিলেন। পথে উপজেলার বনপাড়া-নাটোর মহাসড়কের কারবালা নামক স্থানে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা বিক্রয় প্রতিনিধির গলায় ধারালো অস্ত্র ধরে টাকা পয়সা কেড়ে নিতে চাইলে চালক রামু চন্দ্র দাস তাতে বাধা দেন। এতে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও শরীরে আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।