Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারের কাঠগড়ায় লরা বাগবো

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরা বাগবোর বিচার গতকাল বৃহস্পতিবার শুরু হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তার বিচার হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পাঁচ বছর আগে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আইভরি কোস্টে প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। বাগবোর সমর্থক ও প্রতিপক্ষের প্রত্যাশা, এই বিচারের মধ্য দিয়ে সত্য উন্মোচিত হবে। বেরিয়ে আসবে সংকটের পেছনের কারণ।  আইনজীবীদের অভিযোগ, ২০১০ সালের নির্বাচনে প্রতিপক্ষ আলাসেন ওয়াতারার কাছে হারের পর যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা আঁটেন বাগবো। এর জের ধরে দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ৭০ বছর বয়সী বাগবোর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। এএফপি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচারের কাঠগড়ায় লরা বাগবো

২৯ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ