মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সশস্ত্র সন্ত্রাসী দমনের লক্ষ্যে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় যৌথভাবে বিমান হামলা পরিচালনার রুশ প্রস্তাব প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার (২১ মে) বিশ্বের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টগনের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, সিরিয়ায় রাশিয়ার কোনো অভিযানে আমরা সহযোগিতা বা সমন্বয় করি না, করবো না। সিরিয়ায় সন্ত্রাসী ও জঙ্গি নির্মূলের নামে রাশিয়া ও যুক্তরাষ্ট্র পৃথকভাবে বিমানসহ বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। রাশিয়া যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে সেই অভিযান পরিচলনার প্রস্তাব দিলে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখান করে। গত শুক্রবার (২০ মে) রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্জি শোইগু সিরিয়ায় সক্রিয় আল-নুসরা ফ্রন্টসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনার প্রস্তাব দিলে ওয়াশিংটন তা সরাসরি প্রত্যাখান করে দেয়। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।