মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্টএয়ারের নিহত যাত্রীদের স্বজনের আহাজারি ও শোকে স্তব্ধ হয়ে গেছে দেশটি। শত শত শোকাহত মানুষ গত শুক্রবার জুমার নামাজে কান্নায় ভেঙে পড়েন। নিহতদের আত্মার শান্তি কামনা করে করা হয় বিশেষ দোয়া। এ সময় একটি মসজিদের ইমাম আবেগ জড়ানো কণ্ঠে দোয়া করেন। উপস্থিত মুসল্লিদের মধ্যে পড়ে যায় কান্নার রোল। রাজধানী কায়রোর কাছে বিমানটির ক্যাপ্টেনের পিতা মূর্ছা যান বারবার। ৬৬ জন আরোহী নিয়ে গত বৃহস্পতিবার বিমানটি ভূমধ্যসাগরে বিধ্বস্ত হওয়ার পর থেকে চলছে উদ্ধার অভিযান। এরইমধ্যে পাওয়া গেছে দু’একটি দেহাবশেষ ও ব্যবহৃত কিছু জিনিসপত্র। ওদিকে প্রকাশিত এক তথ্যে দেখা যাচ্ছে, ফ্লাইট এমএস ৮০৪ বিধ্বস্ত হওয়ার আগে তাতে আগুন দেখা দিয়েছিল। তিন মিনিট আগে থেকেই ধোঁয়া সৃষ্টির সংকেত বাজছিল। নতুন এ তথ্যে থেকে ধরে নেয়া যায় যে, বিমানটিতে কোন বোমা হামলার চেয়ে অগ্নিকা-েই এটি বিধ্বস্ত হওয়ার আশঙ্কা বেশি। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।