মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়া ৫৬ হাজার ৫৭৬ জন নাগরিক গত ১০ বছরে তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এদের মধ্যে ৯০ শতাংশই চীনা সম্প্রদায়ের। মালয়েশিয়ার পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি গত বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি বলেন, ২০০৬ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোট ৪৯ হাজার ৮৬৪ জন চীনা-মালয়েশীয় তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এছাড়া ৮৩৪ জন মালয়েশীয় মালয়, এক হাজার ৮৩৩ জন ভারতীয় এবং অন্যান্য দেশের চার হাজার চুয়াল্লিশ জন তাদের মালয়েশীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন বলেও জানিয়েছেন হামিদি। সংসদে তিনি বলেন, যারা তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন, তারা অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার পরেই তা করেছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।