Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে প্রথম জিকা আক্রান্ত রোগীর মৃত্যু

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রথমবারের মতো ফ্রান্সে জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ক্যারিবিয়ান সাগরে ফরাসি দ্বীপ মার্তিনিকির বাসিন্দা। গতকাল শনিবার স্থানীয় স্বাস্থ্য কার্যালয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় স্বাস্থ্য কার্যালয় জানিয়েছে, ১০ দিন আগে ৮৪ বছর বয়সী ওই ব্যক্তিকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তার গুলেন বেরি সিনড্রোম দেখা দিয়েছিল। গত সপ্তাহে তার দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। অনেক বিশেষজ্ঞের মতে, জিকা ভাইরাসের সঙ্গে গুলেন বেরি সিনড্রোমের সংযোগ রয়েছে। গুলেন বেরি সিনড্রোমে রোগীর স্নায়ু আক্রান্ত হয়। স্বাস্থ্য কার্যালয় বিবৃতিতে বলেছে, মার্তিনিকিতে জিকার প্রাদুর্ভাব দেখা যাওয়ার পর এটাই প্রথম মৃত্যুর ঘটনা। এর আগে মার্তিনিকিতে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ জন বলে জানানো হয়েছিল। গত বছর ব্রাজিলে নতুন করে জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এর মাত্র চার মাসের মধ্যে বহু দেশে তা ছড়িয়ে পড়ে। জিকা ভাইরাসের বাহক এডিস মশা। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্সে প্রথম জিকা আক্রান্ত রোগীর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ