মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের পরমাণু অস্ত্রের জনক আবদুল কাদির খান একজন মুক্ত নাগরিক হিসেবে চলাফেরা করার নির্দেশনা চেয়ে আদালতে পিটিশন করেছেন। লাহোর হাইকোর্টের রেজিস্ট্রার অফিস পিটিশনটি নিয়ে আপত্তি উত্থাপন করলে সেখানকার প্রধান বিচারপতি সরদার মোহাম্মদ শামিম খান সেটিকে অব্যাহত রেখেছেন। তার চলাচল সীমিত করে দেয়াকে চ্যালেঞ্জ করে পাকিস্তান সরকার ও দেশটির কৌশলগত পরিকল্পনা বিভাগকে (এসপিডি) বিবাদী করে তিনি পিটিশন দাখিল করেন। তার এ আবেদনের ওপর আপত্তি তুলেছে লাহোর হাইকোর্টের রেজিস্ট্রার অফিস। তারা বলেন, পিটিশনের মর্যাদার সঙ্গে সিএনআইসি কপি ও সনদ সংযুক্ত করে দেয়া হয়নি।
আবেদনে ড. কাদির খান বলেন, প্রতিবেশীসহ অন্যান্য বৈরী দেশের খারাপ দৃষ্টি থেকে পাকিস্তানকে সুরক্ষা দিয়ে তিনি নিজের কাজটি ভালোভাবেই করেছেন। এ পরমাণু বিজ্ঞানী আরো বলেন, স্ট্যাফ অ্যান্ড অফিসার অব রেসপন্ডেন্ট (এসপিডি) তার বাড়ির দরজায় অবস্থান করছেন, যাতে কেউ তার বাড়িতে ঢুকতে না পারেন। এমনকি এসপিডির প‚র্বানুমতি ছাড়া কোনো সামাজিক কিংবা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে দেয়া হয় না। এতে তার সাংবিধানিক অধিকার ক্ষুণœ হচ্ছে বলে তিনি মনে করেন। কাজেই সত্যিকার নিরাপত্তা ছাড়া সব ধরনের প্রহরী ও বাধা সরিয়ে দিতে আদালতে আবেদন করেন ড. আবদুল কাদির খান। স‚ত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।