প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বঙ্গমাতা আন্ডার নাইনটিন ওমেন্স ইন্টারন্যাশনাল গোল্ড কাপ ২০১৯ টুর্নামেন্ট উপলক্ষে আরটিভি ও কে-স্পোর্টস-এর উদ্যোগে ‘এগিয়ে যাওয়ার নেই মানা’ শিরোনামে সাত নারী নির্মাতা ৭টি নাটক নির্মাণ করেছে। নাটকগুলো আরটিভিতে প্রচার হবে ৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টকে সামনে রেখে নির্মিত নাটকগুলো পেশাজীবী ৭ নারী বা ৭ সেক্টর ধরে নির্মাণ করা হয়েছে। ৭ এপ্রিল, রবিবার রাত ৮:০০ মিনিটে ‘এগিয়ে যাওয়ার নেই মানা ঃ সেলাই ঘর’ প্রচার করা হবে। রচনা ও পরিচালনা ঃ প্রীতি দত্ত, অভিনয়শিল্পী: নুসরাত ইমরোজ তিশা, মিলি বাশার, অরিত্রি প্রমুখ। ৯ এপ্রিল রাত ৮:০০ মিনিটে ‘এগিয়ে যাওয়ার নেই মানা ঃ ধূসর ঘূর্ণি’ প্রচার করা হবে। রচনা: ইফফাত আরেফীন মাহমুদ তন্বী ও পরিচালনা: ফাহমিদা ইরফান, অভিনয়শিল্পী: অর্পণা ঘোষ, মিশু সাব্বির, রাব্বী প্রমুখ। ১১ এপ্রিল রাত ৮:০০ মিনিটে ‘এগিয়ে যাওয়ার নেই মানা ঃ বারুদ’ প্রচার করা হবে। রচনা: ইফফাত আরেফীন মাহমুদ তন্বী ও পরিচালনাঃ চয়নিকা চৌধুরী, অভিনয়শিল্পী: জাকিয়া বারী মম, ফেরদৌসী মজুমদার, এফ এস নাঈম, দীপা খন্দকার, শাহেদ আলী প্রমুখ। ১৫ এপ্রিল রাত ৮:০০ মিনিটে ‘এগিয়ে যাওয়ার নেই মানা ঃ কুসুমের স্বপ্ন’ প্রচার করা হবে। রচনা ও পরিচালনাঃ শ্রাবণী ফেরদৌস, অভিনয়শিল্পী: নুসরাত ইমরোজ তিশা, সায়েদ জামান শাওন, মাসুম বাশার, শেলী আহসান প্রমুখ। ১৬ এপ্রিল রাত ৮:০০ মিনিটে ‘এগিয়ে যাওয়ার নেই মানা ঃ পিঁউ, একটি পাখির জীবন’ প্রচার করা হবে। রচনা ও পরিচালনাঃ নাজনীন হাসান চুমকি, অভিনয়শিল্পী: সাদিয়া জাহান প্রভা, ফারহান, অশোক ব্যাপারী, শিল্পী সরকার অপু প্রমুখ। ১৮ এপ্রিল রাত ৮:০০ মিনিটে ‘এগিয়ে যাওয়ার নেই মানা ঃ স্বপ্নের মেঘদল’ প্রচার করা হবে। রচনা ও পরিচালনাঃ মাতিয়া বানু শুকু, অভিনয়শিল্পী: তানজিন তিশা, রাইসুল ইসলাম আসাদ, দীপা খন্দকার প্রমুখ। ২১ এপ্রিল রাত ৮:০০ মিনিটে ‘এগিয়ে যাওয়ার নেই মানা ঃ গাইড’ প্রচার করা হবে। রচনা ও পরিচালনাঃ জিনাত হাকিম, অভিনয়শিল্পী: শবনম ফারিয়া, রওনক হাসান, আজিজুল হাকিম, রোজি সিদ্দিকী প্রমুখ। এছাড়া বঙ্গমাতা আন্ডার নাইনটিন ওমেন্স ইন্টান্যাশনাল গোল্ড কাপ ২০১৯ টুর্নামেন্ট সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব-এর জীবন ও কর্মের উপর ৯টি বিশেষ অনু-তথ্যচিত্র প্রচার করা হবে। সেই সাথে বাংলাদেশের যেসব মহীয়সী নারী বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন, তাঁদের মধ্য থেকে নয়জন নারীকে নিয়ে প্রোফাইল বানানো হবে, যা গোল্ড কাপ টুর্নামেন্ট চলাকালে প্রচার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।