Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে নতুন যুগের নাম ‘রেইওয়া’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

জাপান সরকার যুগের নাম পরিবর্তন করেছে। নতুন যুগের নাম ‘রেইওয়া’ যার অর্থ হচ্ছে সুন্দর সংহতি। গত ১ এপ্রিল এক সরকারি আদেশের মাধ্যমে জাপান সরকার যুগের নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেয়।
‘রেইওয়া’ দুটি অংশ নিয়ে গঠিত। রেই-এর অর্থ সুন্দর, আর ওয়া-এর অর্থ সংহতি। এর সামগ্রিক অর্থ হল জনগণের হৃদয়ের চমৎকার মেলবন্ধনে নিজস্ব সংস্কৃতি লালিত হবে।
প্রায় ১২০০ বছর আগে সংকলিত জাপানের প্রাচীনতম কাব্য সংকলন মানিইয়োশু থেকে রেইওয়া শব্দটি নেয়া হয়েছে। এটি এমন একটি জাপানি সাহিত্য সংকলন যেখানে সর্বস্তরের মানুষের, শুধু সম্রাট, রাজপরিবারের অন্যান্য সদস্য, অভিজাত সম্প্রদায়েরই নয়। সেই সাথে যোদ্ধা থেকে কৃষক পর্যন্ত সকলের লেখা কবিতা রয়েছে যা জাপানের দীর্ঘদিনের ঐতিহ্য ও সমৃদ্ধ জাতীয় সংস্কৃতির প্রতীক।
১ মে হিজ ইমপেরিয়াল হাইনেস দ্য ক্রাউন প্রিন্স হিসেবে অভিষিক্ত হবেন এবং সেদিন থেকে এ নতুন যুগের নাম ব্যবহৃত হবে। সূত্র : জাপান দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ