Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে টেন্ডারবাজিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ গ্রেফতার ১৫

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ৭:১৬ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ভবন নির্মাণের টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার আগ্রাবাদ সিজিএস বিল্ডিং-১ এর দ্বিতীয় তলায় গণপূর্ত অফিসের সামনে এ সংঘর্ষ হয়। 

গ্রেফতার ১৫ জন হলেন- মো. ইলিয়াস (২৮), মো. রাতুল হাসান রানা (২৪), সজীব খন্দকার (২৩), মো. হাসান মুরাদ (৩২), আবুল মনছুর (২৯), শাহ মোহাম্মদ (৩২), মো. সামসুদ্দিন (৩৯), মোহাম্মদ ফাইজুল ইসলাম (২২), মো. জামশেদ (২৫), মো. জালাল (৩৫), ফয়সাল খান (২০), মো. ইউসুফ (১৮), মো. রাকিব (১৯), মো. জসিম উদ্দিন (৩৮) ও মো. নুরুন্নবী (২৯)। এদের মধ্যে মো. ইলিয়াস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। অন্যরা ডবলমুরিং এলাকায় ছাত্রলীগ-যুবলীগের কর্মী। 

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ ইনকিলাবকে বলেন, মোগলটুলি এলাকার সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল টিপুর নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের কিছু কর্মী গনপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অফিস কক্ষের সামনে যান। ওখানে আগে থেকে ছিলেন পারভেজসহ আরেকটি গ্রুপ। পরে টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। দ-বিধির ১৫১ ধারায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

 

PÆMÖv‡g †UÛvievwR‡Z QvÎjx‡Mi `yB MÖæ‡ci msNl© †MÖdZvi 15

PÆMÖvg ey¨‡iv  

PÆMÖvg †g‡UªvcwjUb cywj‡ki (wmGgwc) feb wbg©v‡Yi †UÛvi wb‡q QvÎjx‡Mi `yB MÖæ‡ci msN‡l©i ci cywjk NUbv¯’j †_‡K 15 Rb‡K †MÖdZvi K‡i‡Q| e„n¯úwZevi AvMÖvev` wmwRGm wewìs-1 Gi wØZxq Zjvq MYc~Z© Awd‡mi mvg‡b G msNl© nq|

†MÖdZvi 15 Rb n‡jb- ‡gv. Bwjqvm (28), ‡gv. ivZyj nvmvb ivbv (24), mRxe L›`Kvi (23), ‡gv. nvmvb gyiv` (32), Aveyj gbQyi (29), kvn ‡gvnv¤§` (32), ‡gv. mvgmywÏb (39), ‡gvnv¤§` dvBRyj Bmjvg (22), ‡gv. Rvg‡k` (25), ‡gv. Rvjvj (35), dqmvj Lvb (20), ‡gv. BDmyd (18), ‡gv. ivwKe (19), ‡gv. Rwmg DwÏb (38) I ‡gv. byiæbœex (29)| G‡`i g‡a¨ ‡gv. Bwjqvm PÆMÖvg wek¦we`¨vjq QvÎjx‡Mi mv‡eK mvsMVwbK m¤úv`K e‡j Rvbv ‡M‡Q| Ab¨iv Wejgywis GjvKvq QvÎjxM-hyejx‡Mi Kg©x|

Wejgywis _vbvi Iwm m`xc Kzgvi `vk BbwKjve‡K e‡jb, †gvMjUywj GjvKvi mv‡eK QvÎjxM ‡bZv ‡gv¯Ídv Kvgvj wUcyi ‡bZ…‡Z¡ QvÎjxM-hyejx‡Mi wKQy Kg©x Mbc~Z© wefv‡Mi AwZwi³ cÖavb cÖ‡KŠkjxi Awdm K‡¶i mvg‡b hvb| ILv‡b Av‡M ‡_‡K wQ‡jb cvi‡fRmn Av‡iKwU MÖæc| c‡i ‡UÛvi wbqš¿Y wb‡q Zv‡`i g‡a¨ nvZvnvwZi NUbv N‡U| NUbv¯’j ‡_‡K 15 Rb‡K ‡MÖdZvi Kiv n‡q‡Q| `Ðwewai 151 avivq Zv‡`i‡K Av`vj‡Z ‡mvc`© Kiv n‡q‡Q| 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ