Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুর গান আর কথায় ঠাকুরগাঁও মাতিয়ে গেলেন সংসদ সদস্য জুঁই

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ৫:০৭ পিএম

তিনি রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক জগতের অধিবাসী, একজন প্রতিষ্ঠিত গীতিকার ও কন্ঠশিল্পী। আর তাই প্রথম ঠাকুরগাঁও সফরে গান গেয়ে গল্প করে ও মানুষের দাবি দাওয়া ও অধিকারের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার করে উপস্থিত সবার মন জয় করে গেলেন ঠাকুরগাঁও-দিনাজপুর-পঞ্চগড় সংরক্ষিত আসন ৩০১ এর নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই । তিনি ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর চালু করবার জন্য মানুষের দাবিকে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা ও জেলায় ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংংসদীয় কমিটির সদস্য হিসেবে ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে চান বলে জানান সবাইকে। মানুষের সুখে-দুখে পাশে থেকে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন সংরক্ষিত মহিলা আসনের এই সংসদ সদস্য । বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সুধীজনদের সাথে মত বিনিময় কালে তিনি এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী ও অন্যরা। এছাড়াও জেলার সুধীজন, আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন। সাংসদের আগমন উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান। জবাবে নিজে গান গেয়ে ও মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন এই সংসদ সদস্য। পরে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁও গ্রামে দাদার কবর জিয়ারত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ