Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ৪দিন ব্যাপী হিজড়া জনগোষ্ঠীর সম্মেলনের উদ্বোধন

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ৩:৫৫ পিএম | আপডেট : ৯:৩৫ পিএম, ৪ এপ্রিল, ২০১৯

ঢাকার কেরানীগঞ্জে এই প্রথম ৪দিন ব্যাপী পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। এই ব্যতিক্রমধর্মী হিজড়া জনগোষ্ঠীর সম্মেলনের উদ্বোধন করেন ডিআইজি ( অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিসিপ্লিন)বাংলাদেশ পুলিশ, উত্তরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান বিপিএম(বার)পিপিএম। বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় এই সম্মেলনের উদ্বোধন করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় রুমা-ঝুমা কমিউনিটি সেন্টারে উত্তরন ফাউন্ডেশনের পরিচালনায় এই সম্মেলন অনুষ্ঠত হয়। এই সম্মেলনে বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও ভারতের কয়েকটি জেলা থেকে কয়েক শতাধিক হিজড়া জনগোষ্ঠি অংশগ্রহন করে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজ হাবিুবর রহমান হিজড়া জনগোষ্ঠির সুখ-দখের ও তাদের বিভিন্ন সামাজিক সমস্যার কথা শুনেন। পরে তিনি তাদের উদ্দেশ্যে বলেন, হিজড়াদের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে আমরা আইনি সহায়তা দিয়ে আসছি এবং ভবিষ্যতেও আরো আইন সেবা দিব। সারাদেশে হিজড়াদের সামাজিক লাঞ্চনা ও বঞ্চনা থেকে রক্ষা করার জন্য আমরা উত্তরন ফাউন্ডেশনের মাধ্যমে হিজড়াদের পুনর্বাসিত করার চেষ্টা চালাচ্ছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক হিজড়াকে প্রশিক্ষন দিয়ে তাদেরকে আত্বকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে সাম্মী নিশাত নামে ২হিজড়াকে ভারত থেকে বিউটিশিয়ান হিসেবে প্রশিক্ষন দিয়ে আনা হয়েছে। দেশে অনেক হিজড়াকে গরুর খামার, বুটিক্স কারখানা, বিউটি পার্লার করে দেয়া হয়েছে। এতে তারা যেমন আত্বকর্মসংস্থান খঁজে পেয়েছে তেমনি সমাজে সম্মনিত হচ্ছে। সমাজে মানুষের ঘৃনা ও তুচ্ছ তাচ্ছিল থেকে বাঁচতে হলে সব হিজড়াদের কাজের মাধ্যমে টাকা রোজগার করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া,কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার,ঢাকা জেলা দক্ষিন ডিবি ওসি মোঃ মনিরুল ইসলাম ও দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ জামান প্রমুখ। এছাড়াও হিজড়াদের মধ্যে বাংলাদেশের হিজড়াদের গুরুমা দিপালী হিজড়া, হিজড়া নেতা সজীব, মেজবা,মায়া,চঞ্চল, টুম্মা, চন্দ্রমুখীও উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ