Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ

আরসিজির সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি হ্রাসে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে প্রকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনা আগের তুলনায় অনেক কমে এসেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। বড় ধরনের দুর্যোগে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতার ওপরও জোর দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিভিল-মিলিটারি সমন্বয়ের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় রিজিওনাল কনসালটেটিভ গ্রুপের চতুর্থ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রাকৃতিক দুর্যোগ হয়তো প্রতিরোধ করতে পারবো না। তবে দুর্যোগের পর যে ক্ষয়ক্ষতির পরিমাণ, তা হ্রাস করতে পারি। এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দুর্যোগ-ঝুঁকি ব্যবস্থাপনায় সরকারের বিনিয়োগ, দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন, নতুন আশ্রয়কেন্দ্র স্থাপন এবং দুর্যোগের প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের নিবেদিত প্রচেষ্টাসহ বিভিন্ন কার্যক্রমের ফলে সাম্প্রতিক সময়ে যে কোনো দুর্যোগে প্রাণহানির সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। আমরা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনাতেও এখন সিপিপি মডেল অনুসরণ ও সম্প্রসারণ করছি। দুর্যোগ-পরবর্তী ত্রাণ কার্যক্রমের পরিবর্তে আমরা টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা নীতি গ্রহণ করেছি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আমরা ক্ষয়ক্ষতি কমাতে প্রশমন কর্মসূচির ওপর গুরুত্ব আরোপ করেছি। বড় ধরনের ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবিলায় বিভিন্ন দেশের, বিশেষ করে পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের একটি চিত্রও প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তুলে ধরেন।
তিনি বলেন, জার্মানওয়াচ প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০১৭ অনুযায়ী ১৯৯৮ থেকে ২০১৭ সালের মধ্যে বিশ্বে ১১ হাজার ৫০০ আবহাওয়াজনিত দুর্যোগ হয়েছে। এর ফলে প্রায় ৫ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এসব দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৩.৪৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে। ২০১৪ এবং ২০১৫ সালে পরপর দু’বার বাংলাদেশের অবস্থান ৬ নম্বরে ছিল।
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও ভৌগোলিক কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ থাকছে প্রথম সারিতে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াস, বন্যা, টর্নেডো, বজ্রপাত, ভূমিধসের মত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাংলাদেশের অত্যন্ত বেশি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত কয়েক দশকে বাংলাদেশকে বেশ কয়েকটি প্রলয়ঙ্করী দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সাইক্লোনটি আঘাত হেনেছিল ১৯৭০ সালে, তাতে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়। এতবড় মানবিক বিপর্যয়ের পরও তৎকালীন পাকিস্তান সরকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়ায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সে সময় দুর্গত এলাকায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলেন। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা ১৯৭২ সালে সাইক্লোন প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রস্তুত করেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় আকারের মানবিক সঙ্কটের ঘটনা বাড়ছে। তাই এ অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রমে অসামরিক-সামরিক সমন্বয়ের গুরুত্বও বৃদ্ধি পেয়েছে। আমাদের সার্বিক জাতীয় কৌশলের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা ছাড়াও বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার-ভিডিপি, বাংলাদেশ স্কাউটস, বিএনসিসির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসের সময় উদ্ধার অভিযান চালাতে গিয়ে পাঁচ সেনা সদস্যের মৃত্যুর কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, তাদের সাহসিকতার ফলে আরও বহু মানুষের জীবন এবং সম্পদ রক্ষা পেয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা মিয়ানমারের জোরপূর্বক বাস্তচ্যুত ১১ লাখ নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ, অবকাঠামো নির্মাণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অসামরিক-সামরিক সমন্বয়ে পরিচালিত কার্যক্রম মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, গত কয়েক বছরে ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২৩৬ কোটি টাকার সরঞ্জাম কিনে সশস্ত্র বাহিনী বিভাগ ও অন্যান্য সংস্থাকে দিয়েছে। শেখ হাসিনা বলেন, পাশাপাশি যানবাহন দুর্ঘটনা, অগ্নিকান্ড, ভবন বা সেতু ধস, সন্ত্রাসী আক্রমণের মত মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলার জন্যও সরকার কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে। বাংলাদেশকে ২০১৭ সালে কনসালটেটিভ গ্রুপের সভাপতি মনোনিত করায় গ্রুপের সকল সদস্য দেশকে তিনি ধন্যবাদ জানান।
অন্যদের মধ্যে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান, সেনাপ্রধান আজিজ আহমদ, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম এবং অসামরিক-সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Haleem Sorkar ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:৫৪ এএম says : 0
    আপনি কি মনে রেখে এ কথা বলেছেন যানি,রোহিঙ্গা ইসু নিয়ে, এটা কে সাহায্য বলবেন নাকি,জাতিসংঘের সাহায্য করা অর্থ লুটে খাওয়ার লোভ,নাকি সাহস নাই মায়ানমার কে জবাব দেওয়ার,
    Total Reply(0) Reply
  • Peter Perker ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:৫৪ এএম says : 0
    ভোট চুরিতেও বাংলাদেশ রোল মডেল। প্রধানমন্ত্রী
    Total Reply(0) Reply
  • Abdul Hakim ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    আগামী 2035 সালের মধ্যে বিশ্বের তিন নম্বরে উন্নয়ন মডেল বাংলাদেশ যাবে কাজ করে খেতে হবে না সরকার সবার জন্য ভাতা দেবে বাংলাদেশ 2 নম্বর আমেরিকা তিন নম্বর উন্নয়নের থাকবে
    Total Reply(0) Reply
  • Mohammad Zakir ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    বাবার স্বপ্ন ছিল বাকশাল কায়েম করা, সেই স্বপ্ন পূরণের জন্য হাসিনা কঠোর শ্রমের বিনিময়ে কাজ করতেছেন।
    Total Reply(0) Reply
  • Амена Хан ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:৫৬ এএম says : 0
    আগে নিজের দেশের চিন্তা পরে অন্য দেশ হওয়া উচিত,চিকিৎসার অবস্হা জানার জন্য অন লাইন দেখলেই বুঝতে সহজ হবে,স্হায়ী ব্যবস্হা করলে দুর্যগের জন্য প্রতি বছর ব্যপক অর্থ অপচয় হোত না।
    Total Reply(0) Reply
  • Padrishibpur Jcd ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:৫৬ এএম says : 0
    মুখস্থ কথা কইয়া ক‌'দিন আর রাজনী‌তি করবান
    Total Reply(0) Reply
  • সরলা বিবির নাতি ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:৫৬ এএম says : 0
    প্রমান সহকারে জীবনের সব চেয়ে বড় মিথ্যাচার.
    Total Reply(0) Reply
  • Serajul Islam ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:৫৭ এএম says : 0
    নির্বাচনী সিস্টেমে কোন মডেল ?
    Total Reply(0) Reply
  • Md Shah Alam Mandal ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:৫৮ এএম says : 0
    Congratulations for Bangladesh awami legue inshallah joy Bangla joy bongo bondhu
    Total Reply(0) Reply
  • রিপন ২৫ জানুয়ারি, ২০১৯, ১:০১ এএম says : 0
    এমন এমন কথা বলেন যে, মন্তব্য করার জন্য বাংলা অভিধানে কোনো ভাষা খুঁজে পায় না। তবে হাঁসি পায়....
    Total Reply(0) Reply
  • তাসলিমা বেগম ২৫ জানুয়ারি, ২০১৯, ১:০১ এএম says : 0
    মানবিক সহায়তার উজ্জল দৃষ্টান্তি নাকি গোপন কোনো চুক্তির বিনিময়ে রোহিঙ্গাদের জায়গা দেওয়া হয়েছে তা জাতি জানতে চায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরসিজির সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ