Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ভারতের সাবেক কোচ গ্রেফতার!

আইপিএল নিয়ে বাজি

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

আইপিএল শুরু হয়ে গেলে বাজিকরের আনাগোনা বেড়ে যায় ভারতে। তেমন অপরাধে এবার গ্রেফতার হয়েছেন ভারতীয় নারী দলের সাবেক কোচ ও রঞ্জি ট্রফি ক্রিকেটার তুষার আরোথি।

আইপিএলের বাজিকর চক্রের সঙ্গে সম্পৃক্ততা থাকায় তুষারকে গ্রেফতার করা হয়েছে। অলকা পুরিতে একটি ক্যাফেতে ওই চক্রকে হাতে নাতে ধরা হয়। তার সঙ্গে মোট গ্রেফতার হয়েছেন ১৯জন। তাদের সঙ্গে ছিলেন তুষার ও তার দুই সঙ্গী। গতপরশু রাতে সেই সময় দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের খেলা চলছিল।

সংশ্লিষ্ট অপরাধ তদন্ত বিভাগের ডিসিপি জাদেজা জানান, ‘আমরা এই বাজিকর চক্র সম্পর্কে আগেই খবর পেয়েছি। তার পরেই সেই ক্যাফেতে অভিযান। সেখানে আইপিএলের ম্যাচ চলছিলো। তারা অনলাইনে আইপিএল বাজির সঙ্গে যুক্ত ছিলো।’

গ্রেফতারকৃতদের মধ্য থেকে একজনের মোবাইল থেকে বাজি সংক্রান্ত অ্যাপস পাওয়া গেছে। সেখানে ভারতীয় নারী দলের সাবেক কোচও উপস্থিত ছিলেন। অবশ্য তাদের গ্রেফতার করা হলেও পরে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের ফোন ও যানবাহনগুলো জব্দ করা হয়েছে। অবশ্য সে সময় আরোথির মোবাইলে তেমন কোনও অ্যাপস পাওয়া যায়নি। আরোথি নিজে অবশ্য এসব সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন, ‘পুলিশ আসার ২০ মিনিট পূর্বে আমি ক্যাফেতে আসি। আমি কোনও ধরনের বাজিতে সম্পৃক্ত নই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোচ গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ