Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পুলিশের মালখানায় চুরি ১৭ দিন পর মামলা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

নিজেদের মালখানায় চুরির ১৭ দিন পর মামলা করলো পুলিশ। চট্টগ্রাম আদালত ভবনে জেলা পুলিশের আলামত রাখার গুদামে (মালখানা) চুরির ঘটনায় মঙ্গলবার রাতে কোতোয়ালী থানায় এ মামলা হয়। জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এজাহারে বলা হয়েছে, মালখানা থেকে চারটি মামলার আলামত খোয়া গেছে, কোনো নগদ টাকা চুরি হয়নি। চুরির পর বলা হয়েছিল, মালখানায় ৬৪টি মামলার আলামত হিসেবে রক্ষিত মোট ২৭ লাখ ২২ হাজার ৯৭১ টাকা খোয়া গেছে। এখন মামলার এজাহারে বলা হয়েছে, চারটি থানায় দায়ের হওয়া চার মামলার আলামত খোয়া গেছে যাতে বিদেশি মুদ্রা থাকলেও বাংলাদেশি নগদ টাকা নেই।
এ বিষয়ে বাদী বিজন কুমার বড়ুয়া বলেন, হাজার হাজার আলামত। এরমধ্যে খুঁজতে গিয়ে প্রথমে আমরা ২৭ লাখ টাকার গরমিল পেয়েছিলাম। তবে তালিকা ধরে খুঁজে খুঁজে এখন আমরা সেই ২৭ লাখ টাকার হিসাব পেয়েছি। শুধু চারটি মামলার আলামত পাইনি। সেখানে নগদ কোনো টাকা নেই।
গত ১৮ মার্চ সকালে মালখানায় চুরির বিষয়টি ধরা পড়ে। তিনদিনের ছুটি শেষে ওইদিন সকালে আদালতে গিয়ে জেলা পুলিশ কর্মকর্তারা মালখানার দরজায় নতুন তালা দেখতে পান। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আলামত তছনছ দেখতে পান তারা। এ ঘটনায় মালখানার দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে ১৭ দিনেও চোর কারা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশের মালখানায় চুরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ