Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পুলিশের মালখানায় চুরি

চুরি শেষে নতুন তালা লাগিয়ে দেয় চোরের দল

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

চট্টগ্রাম আদালত ভবনে জেলা পুলিশের মালখানায় (আলামত রাখার গুদাম) দুঃসাহসিক চুরি হয়েছে। স্পর্শকাতর এ স্থাপনা থেকে কী খোয়া গেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে চোরের দল পুরনো তালা ভেঙে চুরি করে মালখানায় নতুন তালা লাগিয়ে গেছে। এ ঘটনায় পুলিশে তোলপাড় চলছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মালখানা পরিদর্শন করেছেন। সাময়িক বরখাস্ত করা হয়েছে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে। গতকাল (সোমবার) সকালে মালখানার কর্মচারীরা দায়িত্ব পালন করতে এলে চুরির বিষয়টি ধরা পড়ে। সরকারি ছুটিতে শুক্র, শনি ও রোববার টানা ৩ দিন আদালত ভবনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। আদালত ভবনের দ্বিতীয় তলায় চট্টগ্রাম জেলা পুলিশের মালখানা। সেখানে বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দ করা কাগজপত্র, অস্ত্র, স্বর্ণ, মাদকসহ নানা রকম উপকরণ রাখা হয়। ঘটনাস্থল পরিদর্শনে আসা নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, কারা জড়িত তা খুঁজে বের করতে আমরা কাজ শুরু করে দিয়েছি। কী কী খোয়া গেছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বলেন, রোববার রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সকালে মালখানার কর্মচারীরা এসে দেখে যে তালা লাগিয়ে তারা সিলগালা করে গেছেন, সেই তালা দরজায় নেই। অন্য তালা লাগানো, চাবি ঢুকছে না। পরে বিষয়টি আমাদের জানানো হয়। আমরা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে নতুন তালাটি ভেঙে মালখানায় প্রবেশ করি। রাতের পালায় নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কনস্টেবল মোহাম্মদ খলিলুর রহমান এবং মোহাম্মদ মনিরুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, কী চুরি হয়েছে সেটা এখনই বলা সম্ভব না। মালখানায় যে আলামত আছে তার পরিমাণ বিপুল। তালিকার সাথে সব মিলিয়ে দেখা হচ্ছে। মেলানো শেষ হলে বলা যাবে যে কী চুরি গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা (পিবিআই) মালখানা পরিদর্শন করে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশের মালখানায় চুরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ