Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হলো মাহনাজ করিম-এর আমার এ পথ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

সম্প্রতিয় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে লেজার ভিশনÑএর ব্যানারে প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী মাহনাজ করিমের রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘আমার এ পথ’। প্রধান অতিথি হিসেবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রবীন্দ্রসংগীত শিল্পী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহজাহান হাফিজ, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী ও শিল্পী মাহনাজ করিমসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পী স্বকন্ঠে অ্যালবামের কয়েকটি গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। উল্লেখ্য, শিল্পী মাহনাজ করিম এর এটি দ্বিতীয় একক রবীন্দ্রসংগীতের অ্যালবাম। অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন রাহুল চ্যাটার্জী (কোলকাতা)। অ্যালবামটিতে রবীন্দ্রনাথের জনপ্রিয় মোট ১১টি গান রয়েছে। গানগুলো হলো দেখো দেখো, দিনগুলি মোর, কেন সারাদিন, এসো নীপবনে, কার মিলন চাও, আমার এ পথ, ওলো সই, আজ যেমন করে, পথহারা তুমি, আজি আঁখি ও আজি শ্রাবন ঘন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাদুঘর

১৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ