মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত কয়েক দিনে পাক-ভারত সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ভারতের সাত সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। যদিও ভারতের পক্ষ থেকে এক সেনা অফিসার ও দুই বেসামরিক লোক নিহতের কথা বলা হয়েছে। সেইসঙ্গে সাত সেনা নিহত সংক্রান্ত পাকিস্তানের দাবি নাকচ করেছে ভারত।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেছে, গত ৪৮-৭২ ঘণ্টায় নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বাড়িয়েছে ভারত।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনী যথাযথ জবাব দিচ্ছে, এর ফলে ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গোলা বিনিময়ে মূলত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বেশ কিছু পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে ৭ সেনা নিহত এবং ১৯ জন আহত হয়েছে।’ এ সময় ভারতের হামলায় পাকিস্তানের তিন সেনা নিহত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তুর্কি গণমাধ্যম আনাদলু বলছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেছেন, সোমবার সংঘর্ষে এক ভারতীয় সেনা অফিসার নিহত এবং পাঁচ বছরের এক মেয়ে শিশুসহ দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তিনি সাংবাদিকদের আরো বলেন, এতে পাকিস্তানের সশস্ত্রবাহিনীর চার সদস্যসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহতের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।