Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অগ্রণী ব্যাংকের ২৫৮ কোটি টাকা আত্মসাৎ মামলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ৭:০০ পিএম

অগ্রণী ব্যাংকের ২৫৮ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩৭৩ টাকা আত্মসাতের ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার নগরীর ডবলমুরিং থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নেয়ামুল আহসান।
আসামিরা হলেন- মারিন ভেজিটেবল অয়েলের চেয়ারম্যান টিপু সুলতান, ব্যবস্থাপনা পরিচালক জহির আহমদ, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার শ্রীপদ চাকমা, সাবেক সিনিয়র অফিসার রমিজ উদ্দিন ও সাবেক উপ-মহা ব্যবস্থাপক বেলায়েত হোসেন।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জহির হোসেন বলেন, ঋণ জালিয়াতির মাধ্যমে অগ্রণী ব্যাংকের ২৫৮ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩৭৩ টাকার আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় পাঁচজনকে আসামি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ