Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ৩:৩১ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দশরত চন্দ্র রায় (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে ফুলবাড়ী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
জানা যায়, বুধবার সকাল সোয়া ১১টার দিকে ফুলবাড়ী এলাকার পূর্ব চন্দ্রখানা গ্রামের মৃত: খোকারামের পুত্র দশরত চন্দ্র রায় বাড়ীর টিনের চালে গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। মুমুর্ষ অবস্থায় তাকে ফুলবাড়ী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
ফুলবাড়ী হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: আজরিন আক্তার জানান, দুপুর ১২টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা দ্রুত পালস, পেশার ও ইসিজি চেক করে তার জীবনের চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, এ বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুড়িগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ