Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রুইফের মাইনাস ফাইভ

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ক্যাম্পে ৩৬ ফুটবলার থাকলেও ছোট হলো জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড। আগামী ২ ও ৭ জুন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফে তাজিকিস্তানের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুই ম্যাচকে সামনে রেখে বর্তমানে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। তবে ইনজুরি আগেই ছুটি দিয়েছে ডিফেন্ডার আতিকুর রহমান মিশুকে। ফলে প্রাথমিক স্কোয়াডের সদস্য সংখ্যা ছিলো ৩৫ জন। তিন দিন আগে দলের সঙ্গে যোগ দিয়েই গতকাল আরও পাঁচ নতুন ফুটবলারকে ছুটি দিলেন কোচ ক্রুইফ। পুরনো এবং অভিজ্ঞদের উপরেই ভরসা তার। ফলে তিনদিনের অনুশীলনে নবীনদের ভুল-ত্রæটি প্রকটভাবে চোখে পড়লো ক্রুইফের। যে কারণে দলের আকার কিছুটা ছোট করে আনলেন এই ডাচম্যান। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া ফুটবলাররা হলেন- রহমতগঞ্জের ফরোয়ার্ড নুরুল আবসার, ব্রাদার্সের ফরোয়ার্ড মান্নাফ রাব্বি, চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার কৌশিক বড়–য়া, উত্তর বারিধারার মিডফিল্ডার খালেকুজ্জামান সবুজ ও বিজেএমসির উইঙ্গার সৈকত মাহমুদ। সঙ্গে তালিকায় না থাকা সুইডেন প্রবাসী ফুটবলার জোসেফ নূর রহমানও বাদ পড়েছেন। তাকে বুধবার ডেকে আনলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে কাল বাদ দিয়েছেন ক্রুইফ।
শুরুতে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ৩৪ জনকে ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সোহেল রানা ও মামুনুল ইসলাম যোগ দেন ওই ক্যাম্পে। প্রাথমিক দলে জায়গা হয়েছিলো ছয় নতুন মুখের। এদের মধ্যে একদিনেই ঝরে পড়লেন পাঁচজন। বাকি রইলেন রহমতগঞ্জের ফরোয়ার্ড সৈয়দ রাশেদ তূর্য। পাঁচজন বাদ পড়া প্রসঙ্গে প্রধান কোচ ডি ক্রুইফ বলেন, ‘তারা ভালো ফুটবলার। বয়সে নবীন। তবে তাদের আরো পরিপক্বতার প্রয়োজন রয়েছে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফে তাজিকিস্তানের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দু’টি ম্যাচের আগে আমি নতুন করে কাউকে বেশি সময় দিতে পারছি না। তবে বাদ দিলেও তাদের দু’তিন জনের মধ্যে ভবিষ্যতের দায়িত্বভার নেয়ার যোগ্যতা দেখতে পেয়েছি। যদি জাতীয় দলের দায়িত্বে পরবর্তীতে থাকি, তবে এদেরকে আমি ডাকবো।’ জাতীয় দলের তালিকায় না থাকলেও ব্যক্তিগত যোগাযোগে দুই দিন দলের সঙ্গে অনুশীলন করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ প্রবাসী জোসেফ নূর রহমান। কিন্তু মান্নাফ রাব্বি, নুরুল আবসারদের সঙ্গে তাকেও চলে যেতে হয়েছে। জোসেফ সম্পর্কে ক্রুইফের মন্তব্য, ‘আমার বর্তমান পরিকল্পনার সঙ্গে তাকে এখন অন্তর্ভুক্ত করা কঠিন। পরবর্তীতে বিবেচনা করা হবে।’
২ জুন তাজিকিস্তানের দুশানবে এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচ খেলতে ২৯ মে দেশ ছাড়বেন মামুনুলরা। মূল স্কোয়াডে থাকবেন ২৩ ফুটবলার। নতুন পাঁচজনকে বাদ দেয়ায় এবং অভিজ্ঞ ডিফেন্ডার মিশু ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়ায় এখন ক্যাম্পে ফুটবলার সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জন। দেশ ছাড়ার আগে এখান থেকে আরও সাতজনকে বাদ দেয়া হবে। তবে চূড়ান্ত দলের ব্যাপারে এখনো কিছু জানাননি ক্রুইফ। তার পরিকল্পনা ২৩ জন ফুটবলার নিয়ে তাজিকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিলেও বাকি খেলোয়াড়দেরকে অন্য সহকারি কোচের অধীনে (পারভেজ বাবু) রেখে যাবেন। তারা নিয়মিত অনুশীলনে থাকবেন। কারণ ৭ জুন তাজিকিদের বিপক্ষে ঢাকায় হোম ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। যদি প্রয়োজন পড়ে, ওই ম্যাচে সাতজনের মধ্য থেকেই কাউকে বিবেচনা করা যেতে পারে বলে জানা গেছে। এদিকে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘২৯ মে দল ঢাকা ছাড়লেও সরাসরি তাজিকিস্তান না গিয়ে দুবাইতে আরব আমিরাত জাতীয় দলের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে দুশানবে যেতে চাই আমরা। মূলত কোচ ডি ক্রুইফের ইচ্ছাতেই এ ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। দু’দেশের মধ্যে ম্যাচটির আয়োজন নিয়ে আলোচনা এগিয়ে যাচ্ছে। ক’দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রুইফের মাইনাস ফাইভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ