Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাফর ইমাম স্মরণে দোয়া মাহফিল

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশবরেণ্য ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক মহাসচিব মরহুম জাফর ইমামের ১২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে গতকাল। এদিন বিওএ’র মিডিয়া রুমে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় জাফর ইমামের সঙ্গে বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করে দোয়া করেন সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। দোয়া মাহফিল ও স্মরণ সভায় বিওএর সহ-সভাপতি হারুনুর রশিদ, উপ-মহাসচিব বাদল রায়, সদস্য খন্দকার হাসান মুনীর, হাজী খোরশেদ, কুতুবউদ্দিন আকসিরসহ অনেকেই উপস্থিত ছিলেন। স্মরণ সভায় প্রত্যেক বছর তৃণমূলের একজন সংগঠককে জাফর ইমাম সম্মাননা প্রদানের প্রস্তাব করেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর। অনুষ্ঠানে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব ও বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, ‘জাফর ইমাম এদেশের অন্যতম একজন সংগঠক ছিলেন। আমাদের মতো সংগঠকদের তিনি খুবই ¯েœহ করতেন। তাকে ভুলার নয়।’ বাংলাদেশের অন্যতম ক্রীড়া সংগঠক ছিলেন জাফর ইমাম। বিওএ’র মহাসচিব থাকাকালীন নিষ্ঠার সাথেই দায়িত্ব পালন করেন তিনি। এক যুগ আগে এই ক্রীড়া সংগঠক পরপারে চলে যান। সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে দেশের ক্রীড়া সংগঠকদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাফর ইমাম স্মরণে দোয়া মাহফিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ