Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আবাহনীর জয়

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে ক্লাব কাপ চ্যাম্পিয়ন আবাহনীর লিমিটেডের বিপক্ষে তীব্র প্রতিদ্ব›িদ্বতা গড়ে তুলেছিল পুরনো ঢাকার দল বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। কিন্তু তারপরও তারা ম্যাচে জিততে বা ড্র করতে পারেনি। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আবাহনী ৩-১ গোলে বাংলাদেশ স্পোর্টিংকে হারালেও খেলা দেখে মনে হয়েছিল এই বুঝি পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের জায়ান্টরা। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতলো তারা। ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং লড়াই করে জানান দিয়েছে এবার বড় দলগুলোর জন্য ভীতি হয়ে দাঁড়াবে তারা। আবাহনীর হয়ে রাজীব দাস, শেখ নান্নু ও ইরফান একটি করে গোল করেন। বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের হয়ে এক গোল শোধ দেন শাহবাজ আলী। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ২-২ গোলে রুখে দিয়েছে অ্যাজাক্স এসসি। ওয়ান্ডারার্সের হয়ে সারোয়ার মোর্শেদ ও আল নাহিয়ান শুভ এবং অ্যাজাক্সের রাহাত সারোয়ার ও রুবেল গোল দু’টি করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আবাহনীর জয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ