নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জাতীয় জুডো প্রতিযোগিতার প্রথম দিনে চার স্বর্ণপদক জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার এমপি। এ সময় ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকের (অব.), সহ-সভাপতি সৈয়দা জান্নাত আরা ও সাধারণ সম্পাদক একেএম সেলিম উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে মহিলা ৭৮ কেজি প্লাস ওজন শ্রেণীতে বিকেএসপি’র তাহমিদা আক্তার লোপা, মাইনাস ৭৮ কেজিতে সেনাবাহিনীর কারিনা খানম, মহিলা মাইনাস ৭০ কেজিতে আনসারের মাকসুদা, পুরুষ ১০০ কেজি প্লাস ওজন শ্রেণীতে বিজিবি’র হাসানুর রহমান, পুরুষ মাইনাস ১০০ কেজিতে একই দলের আবুল কালাম আজাদ, পুরুষ মাইনাস ৯০ কেজিতে বিজিবি’র জাহাঙ্গীর আলম এবং পুরুষ মাইনাস ৭৩ কেজিতে স্বর্ণ জেতেন বিজিবি’র মিল্টন মজুমদার। এবারের জাতীয় প্রতিযোগিতায় পুরুষ ১০টি ও মহিলা ৯টি ওজন শ্রেণীতে ২৪টি দলের ৯৪ জন পুরুষ ও ১২০ জন মহিলা অংশ নিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।