বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইলে ইসলাম ধর্মকে অবমাননা করে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কট‚ক্তি করে ফেসবুক আইডিতে আপত্তিকর পোস্ট দেয়ায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম রাজকুমার সেন (২৮)। সে সদর উপজেলার হবখালী ইউনিয়নের বসুপাড়া গ্রামের চান্দু সেনের ছেলে। গত রোববার সকাল ১১টায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় গত রোববার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
জানা যায়, অভিযুক্ত রাজকুমার সেন তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কট‚ক্তি ও আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেয়। এতে মুসলিমদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে পোস্টটি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের নজরে এলে তিনি তৎক্ষণাৎ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। তিনি তদন্ত করে অভিযুক্ত রাজকুমার সেনকে শহর থেকে গত রোববার সকাল ১১টায় গ্রেফতার করেন। এ ব্যাপারে গ্রেফতারকৃত রাজকুমার সেনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
এদিকে, ইসলাম ধর্মকে অবমাননা করায় নড়াইলের ধর্মপ্রাণ মুসল্লিরা ফুঁসে উঠেছেন। রাজকুমার সেনের বিচার দাবিতে গত রোববার সকালে সিঙ্গিয়া বাজার এলাকায় মুসল্লিরা বিক্ষোভসহ বিভিন্ন পেশার মানুষ মানববন্ধন করেন।
এলাকার মুসল্লিরা জানান, গত ২৮ মার্চ রাজকুমার তার ফেসবুক আইডিতে মহানবী (সা.) সম্পর্কে বাজে মন্তব্য করেন। নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন বলেন, ‘রাজকুমার সেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।