বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে হিজলতলা এলাকায় একটি বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধুর নাম সাবনুর আক্তার(২২)। গৃহবধুর স্বামী মোঃ মামুন(২৪) এই ঘটনায় পলাতক রয়েছে।দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ আজ সোমবার(০১এপ্রিল) দুপুরে নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা হিজলতলা এলাকায় ডাক্তার রাকিব মোল্লার বাড়ির একটি ভাড়াটিয়ে ঘরের ফ্যানের হুকের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সাবনুর আক্তারের লাশ উদ্ধার করি। এসময় ওই ঘরের দরজাটি খোলা এবং তার স্বামী মোঃ মামুনও পলাতক ছিল। নিহত সাবনুরের কপালে কিছু ফোলা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যেহুতু ঘরের দরজাটি খোলা ছিল এবং নিহতের স্বামী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তাই ধারনা করা যাচ্ছে গৃহবধু সাবনুরকে হত্যা করা হতে পারে। আমরা ময়না তদন্তের জন্য নিহতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই নিহত সাবনুর আক্তারের মৃত্যুর সঠিক কারন জানা যাবে। নিহত সাবনুরের বাবার নাম মোঃ মনু খলিফা। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানায়। সে ২বছরের পুত্র সন্তানের জননী ছিল। নিহতের স্বামী মামুনের বাবার নাম আঃ লতিফ। তার গ্রামের বাড়ি মৌলভী বাজার জেলায়। সে রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় হকারী করতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।