Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইউরোপে ঘড়ির কাঁটা এগুলো ১ ঘণ্টা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:২১ পিএম

রোববার (৩১ মার্চ) দিনগত রাত থেকে ইউরোপ ও যুক্তরাজ্যে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে গেল। রাত যখন ১টা তখন ব্রিটিশ সামার টাইম (বিএসটি) অনুসারে সময় বাড়িয়ে করা হয় ২টা। ঠিক একইভাবে চলতি বছরের ২৭ অক্টোবর আবারও ১ ঘণ্টা পেছানো হবে ঘড়ির কাঁটা। খবর দ্য গার্ডিয়ানের।

দিনের আলো সংরক্ষণ (ডিএসটি) ও কাজে লাগানোর এই পদ্ধতি একশ বছরের বেশি সময় ধরে (১৯১৬ সাল থেকে) অনুসরণ করে যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়ন ২০০১ সালে ডিএসটি বাধ্যতামূলক করে। তবে সম্প্রতি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ-ক্লদ জাঙ্কার বলেছেন, ঘড়ির কাঁটা পরিবর্তন বন্ধ হওয়া দরকার। সদস্য রাষ্ট্রগুলোই ঠিক করুক তাদের নাগরিকরা শীতকাল বা গ্রীষ্মকাল কোনটা বেছে নেবে।
তবে পর্তুগাল ও স্পেন বর্তমান নিয়ম বহাল রাখতে পারে বলেই আভাস দিয়েছে। অপরদিকে, যুক্তরাজ্যের ৮২ ভাগ নাগরিক ডিএসটি বন্ধ করে দিতে চাইলেও রাজনীতিবিদদের এই নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘড়ির কাঁটা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ