Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্য আমেরিকান দেশগুলোতে মার্কিন সহায়তা কর্তন ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

মধ্য আমেরিকার দেশগুলোতে মার্কিন সহায়তা কর্তনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসী ইস্যুতে প্রতিবেশীদের সঙ্গে মতবিরোধের জেরে শনিবার এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সহায়তা কর্তনের সিদ্ধান্তের আওতায় থাকা দেশগুলো হচ্ছে এল সালভেদর, গুয়াতেমালা ও হন্ডুরাস। গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এই দেশগুলো থেকে আসা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বাড়ছিল। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন দেশে সহায়তা কর্তনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ পালন করছে পররাষ্ট্র দফতর। ট্রাম্পের দাবি, এল সালভেদর, গুয়াতেমালা ও হন্ডুরাস অভিবাসনপ্রত্যাশীদের স্রোত তৈরি করছে। এছাড়া মেক্সিকো যদি শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিবৃত্ত না করে তবে এ সপ্তাহেই দেশটির সঙ্গে থাকা মার্কিন সীমান্ত বন্ধ করে দেওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের আক্রমণাত্মক অভিবাসন নীতির নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী বেটো ও রারকে। তিনি একে ভীতি ও বিভাজনের রাজনীতি হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের পাঠানোর জন্য দীর্ঘদিন ধরেই মধ্য আমেরিকার দেশগুলোকে দুষছেন ট্রাম্প। স¤প্রতি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ