Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চলছে সাড়ে ৭৬ কোটি টাকার কাজ

কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছর পূর্তি উৎসব

এস এম আলী আহসান পান্না, কুষ্টিয়া থেকে | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে। বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে একদিকে কুষ্টিয়া পৌরবাসীর বহু প্রতিক্ষীত স্বপ্ন পূরণ হবে। অন্যদিকে দীর্ঘদিনের দূর্ভোগের অবসান ঘটবে।
কুষ্টিয়া পৌরসভার অধীনে ৬টি প্রকল্পে ৭৬ কোটি ৪৯ লাখ ৫১ হাজার ৩শ’ ২০ টাকা প্রকল্পের বরাদ্দকৃত কাজ চলছে। ইতোমধ্যেই কাজের প্রায় ৬০ ভাগ সম্পন্ন হয়েছে। ইউজিআইআইপির এই ৬ প্যাকেজে প্রায় ২৫ কিলোমিটার রাস্তা, ড্রেন, স্পিড ডিভাইডার, ফুটপাত ও মরা গড়াই খনন কাজ চলছে। আজ সোমবার শুরু হচ্ছে ১৫ দিন ব্যাপী এই পৌরসভার ১৫০ বছর পূর্তি বর্ণিল উৎসব।
তথ্য সূত্রে জানা যায়, শহরের সিরাজউদ্দৌলা সড়কের মজমপুর বাসস্টান্ড থেকে পৌরসভা চত্বর হয়ে বড় বাজার পর্যন্ত রাস্তা সিসিডালাই করণ ও আরসিসি ড্রেন ও স্পিড ডিভাইড নির্মাণ কাজ চলছে। ওই কাজের দৈর্ঘ্য ২.১৬৭ কি.মি.। কাজের চুক্তিমূল্য ২৩ কোটি ৭৬ লাখ ৫১ হাজার ৯৬২ টাকা।
২য় প্যাকেজ থানাপাড়া ৬ রাস্তার মোড় হতে কঠিপাড়া মোড়, কোর্টস্টেশন হতে বড়বাজার রেলগেট পর্যন্ত, ঈদগাহ পাড়া সম্মুখ রাস্তা আরসিসিকরণ ও আরসিসি ড্রেন নির্মাণ কাজ। ওই কাজের দৈর্ঘ্য ৫.৫৭০ কি.মি.। ওই কাজের চুক্তিমূল্য ১০ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৮শ’ ৮ টাকা।
৩য় প্যাকেজ পৌরসভার বাণী হলের পেছনের সম্মুখ রাস্তা ও ড্রেন আরসিসিকরণ, কাস্টমস মোড় হতে চৌড়হাস ডা. আবুল হাশেমের বাড়ির পাশের রাস্তা ও ড্রেন আরসিসিকরণ। কৃষ্ণচূড়া মোড় হতে কুষ্টিয়া চিনিকল পর্যন্ত রাস্তার বিসিকরণ। হাউজিং বিসিডি বøকে রাস্তার বিসি দ্বারা নির্মাণ কাজ। ওই কাজের দৈর্ঘ্য ৭.৯০০ কি.মি.। ওই কাজের চুক্তি মূল্য ৯ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৪৭০ টাকা।
৪র্থ প্যাকেজ জুগিয়া প্রাইমারি স্কুলের পাশে বিদ্যমান ড্রেন হতে ত্রিমোহনী মোড় পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ। দৈর্ঘ্য ১.২৬০ কি.মি.। জুগিয়া ভাটাপাড়া মোড় হতে কানাবিল মোড় পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ দৈঘ্য ১.২৬০ কি.মি.। গড়াই নদী হতে মঙ্গলবাড়িয়া, জগতি হয়ে কলাবাড়িয়া পর্যন্ত মরা গড়াইখনন কাজ ৮.৫০০ কি.মি.। ওই কাজের চুক্তি মূল্য- ১১ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৫৩৯ টাকা।
৫ নং প্যাকেজ মজমপুর বাসস্ট্যান্ড থেকে চৌড়হাস জিকে ক্যানেল পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ দৈর্ঘ্য ২.৬৭০ কি.মি.। চুক্তি ৯ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৭৬০ টাকা।
৬ নং প্যাকেজ মঙ্গলবাড়িয়া মরা গড়াই থেকে ত্রিমোহনী মোড় পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ চলছে। ওই কাজের দৈর্ঘ্য ৩.৬ শ’ কি.মি.। এর চুক্তিমূল্য ১১ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৭৭৮ টাকা।
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী জানান, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সোনার বাংলা গড়তে বদ্ধপরিকর। উন্নয়নের ধারাবাহিকতায় কুষ্টিয়া পৌরসভায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড চলছে। কুষ্টিয়া পৌরসভায় দীর্ঘদিন পর কুষ্টিয়ার রাস্তাঘাট ড্রেন ও মরা গড়াই খনন কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সাড়ে ৭৬ কোটি টাকা প্রকল্পের কাজ অব্যাহতভাবে চলছে। এ কাজ শেষ হলে কুষ্টিয়াবাসী এর সুফলভোগ করবে।
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, ইউজিআইআইপি’র ৬ প্যাকেজে কুষ্টিয়া পৌরসভায় প্রায় ২৫ কিলোমিটার রাস্তা, ড্রেন, ফুটপাত, স্পিড ডিভাইডার ও মরা গড়াই খনন কাজ চলছে। কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী সার্বিক তত্ত্বাবধান ও প্রচেষ্টায় কাজগুলো বরাদ্দ পেয়েছে। এর প্রায় ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
কুষ্টিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান বলেন, কুষ্টিয়া পৌরসভার উন্নয়নমূলক কাজে পৌরবাসীর সার্বিক সহযোগিতায় এই বৃহৎ প্রকল্পের কার্যক্রম ২০১৮ সাল থেকে এগিয়ে চলছে। অচিরেই পৌরবাসী এর সুফল ভোগ করবে।
কুষ্টিয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, কুষ্টিয়া পৌরসভার মধ্যে বিভিন্ন সমস্যা ছিল। জনসাধারণের প্রাণের দাবিও ছিল কাজগুলো সম্পাদনের। কাজগুলো সম্পন্ন হলে জনগণের প্রাণের দাবি পূরণ হবে।
কুষ্টিয়া পৌরবাসী এড. শামসুর রহমান বাবু বলেন, কুষ্টিয়া শহরে একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যেত। পৌরসভার ড্রেন নির্মাণ হলে জনগণের এ দুর্ভোগ দূর হবে বলে আশা করছি।
সাংবাদিক আবু জুবায়েদ রিপন বলেন, কুষ্টিয়ার পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড চলছে। এগুলো সমাপ্ত হলে আমাদের পৌরবাসীর বহু কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে। জনগণের দুর্ভোগ নিরসন হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভা

১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ