Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বয়সসীমা বেঁধেই সাজছে এইচপি দল

হেলমটেই বিসিবি’র আস্থা

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

৩ বছর আগে বাংলাদেশ ক্রিকেটের হাইপারফরম্যান্স (এইচপি) দলের হেড কোচের দায়িত্ব পেয়েছিলেন সাইমন হেলমট। ২০১৬ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এইচপি দলের দায়িত্ব এই অজি কোচের ওপর বর্তেছিল। এরপর থেকে বেশ নিষ্ঠার সঙ্গেই অর্পিত দলের দায়িত্ব পালন করে আসছেন। তার পুরষ্কার হিসেবেই হয়তো চলতি বছরেও লাল সবুজের হাইপারফরম্যান্স দলকে তার হাতেই তুলে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সবকিছু ঠিক থাকলে তার তত্বাবধানে চলতি বছরের ১৮ মে থেকে শুরু হবে হাইপারফরম্যান্স দলের ক্যাম্প। সম্ভাব্য ২৪-২৫ সদস্যের স্কোয়াডের এই ক্যাম্পে সকল ক্রিকেটারকেই হতে হবে ২৩ বছরের মধ্যে। যেহেতু ইমার্জিং এশিয়া কাপে এই বয়সটিকেই প্রাধান্য দেয়া হয়। গতকাল হোম অব ক্রিকেট মিরপুরে এইচপি দল নিয়ে সভাশেষে সংবাদ মাধ্যমকে এ তথ্য দেন বিসিবির হাইপারফরম্যান্স দলের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।

ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলতে হয় অনূর্ধ্ব-২৩ বছর বয়েসী ক্রিকেটারদের নিয়ে। জাতীয় দলের পাইপলাইন সচল রাখতেও তরুণদের উপরই বেশি আস্থা রাখেন নির্বাচকরা। এইচপি দলও এবার তৈরি করা হচ্ছে সেই ভাবনা থেকে। দুর্জন জানালেন ঢাকা প্রিমিয়ার লিগের পরই এসব কিছু মাথায় রেখে ২৪-২৫ জনকে নিয়ে সাজানো হবে এইচপি দল।

পুরো এপ্রিল জুড়েই ক্রিকেটারদের থাকবে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা। লিগ শেষের পর জাতীয় দলের ক্রিকেটাররা চলে যাবেন আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ খেলতে। এই সময়টাইতেই এইচপি প্রোগ্রাম চালু করে পাইপলাইন পোক্ত রাখতে উদ্যোগ নিচ্ছে বিসিবি। গতকাল এইচপির বৈঠক শেষে চেয়ারম্যান নাঈমুর জানালেন তাদের পরিকল্পনার কথা, ‘প্রিমিয়ার লিগ শেষ হলে খেলোয়াড়দের বিশ্রামের জন্য একটা বিরতির পর আমরা মে’র ১৮ তারিখ থেকে এইচপি ক্যাম্প শুরু করার পরিকল্পনা করছি।’

তবে এবার আগেরবারের চেয়ে ভিন্নতা থাকার কথা জানালেন নাঈমুর। বিশেষিত এই ক্যাম্পে বয়সের সীমা বেধে দেওয়ার চিন্তা তাদের, ‘একাডেমী আর এইচপি কিন্তু আলাদা। এবার আমরা বয়সের সীমা দিয়ে এইচপিকে এইচপির মত করে পরিচালনা করব। আমরা বয়সের কথা চিন্তা করেছি, যেহেতু ইমারজিং কাপের মত একটা টুর্নামেন্ট হয় অ-২৩ দের নিয়ে, সেটাকে কন্সিডার করে অনূর্ধ্ব-২৩’র মত করে আমরা সাজাচ্ছি। সংখ্যাটা ২৪-২৫ এইরকম হবে। কারণ এইচপি’র ম্যাচ খেলার প্রয়োজন হয় প্লাস যেন দুইটা দল বিভক্ত হয়ে প্র্যাকটিস করা যায়। বেশি অপশনের জন্য ২৪-২৫ জন রাখা হচ্ছে।’

এইচপি দলের কোচের দায়িত্ব পালন করে আসছেন সাইমন হেলমট। খÐকালীন সময়ে বিসিবির জন্য কাজ করা এই এই অস্ট্রেলিয়ান কোচকে এবারও রেখে দেওয়ার চিন্তা বিসিবির, ‘অবশ্যই, চুক্তি তো আছে এখন পর্যন্ত। সে (সাইমন হেলমট) যদি আমাদের এই প্রোগ্রামের টাইম ফ্রেমের মধ্যে অ্যাভেলেভেল থাকে তাহলে আমরা তাকে দিয়েই কন্টিনিউ করব।’

ক্রিকেটীয় দক্ষতা উন্নয়নে গেল বছর বিদেশের মাটিতে সিরিজ বঞ্চিত দলটির জন্য এ বছর শ্রীলঙ্কায় সফর নির্ধারিত করা হয়েছে বলেও জানান দুর্জয়, ‘গতবার এইচপিকে কেউ ট্যুর দিচ্ছিল না, অথবা ‘এ’ টিমের সঙ্গে মিল ছিল না। এবার যেহেতু দুইটা জায়গাতেই আমাদের সমস্যা সমাধান হয়েছে। যেমন শ্রীলঙ্কা ট্যুর করতে রাজি হয়েছে। গতবার যেটা রাজি হচ্ছিল না বা ওদের অর্থনৈতিক কিছু সমস্যার কথা বলায় আমরা সেটা করতে পারিনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এইচপি দল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ