মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের এক নারী পুলিশের কাছে অভিযোগ করেছেন, স্বামীর আহ্বানে সাড়া দিয়ে একটি অনুষ্ঠানে না নাচায় তিনি অকথ্য মারধরের শিকার হয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই নারীর নাম আসমা আজিজ। তিনি লাহোরের বাসিন্দা। পুলিশ বলছে, ওই নারী থানায় অভিযোগ দেওয়ার পর তারা স্বামী ও এক গৃহকর্মীকে আটক করেছেন। গত ২৬ মার্চ লাহোরের অভিজাত সামরিক কর্মকর্তাদের আবাসিক এলাকার ওই নারী পুলিশের কাছে এমন অভিযোগ করেন। তিনি বলেছেন, বাসার গৃহকর্মীদের সঙ্গে নিয়ে তার স্বামী তাকে পিটিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আসমা আজিজ স্বামীর অকথ্য নির্যাতনের বর্ণনা দিচ্ছেন। আসমা বলেন, ‘সে গৃহকর্মীদের সামনেই আমার কাপড় খুলে ফেলে এবং আমার চুল কেটে তা পুড়িয়ে দেয়। দু’জন কাজের লোককে সঙ্গে নিয়ে সে আমাকে পিটিয়ে রক্তাক্ত করে।’ সেখানে আসমা আরো জানান, তার স্বামী তাকে প্রায়ই মারধর করতেন। পাকিস্তানের গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হলে দেশটির মানবাধিকার বিষয়কমন্ত্রী শিরিন মাজারি টুইট বার্তায় জানান, তিনি এ বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র : ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।