মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন দু’টি এফ-২২ র্যাপ্টর ৫জি স্টিলথ জঙ্গিবিমান রোমানিয়ার একটি বিমান বন্দরে মোতায়েন করেছে। পাশাপাশি জ্বালানি ভরার কাছে ব্যবহৃত বিমানও মোতায়েন করা হয়েছে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পূর্ব ইউরোপীয় দেশটির প্রতি ন্যাটোর সমর্থনের অংশ হিসেবে এ সব মোতায়েন করা হয়েছে। রোমানিয়ার মিখাইল কোগালনিসিয়ানু বিমান ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন বিমান বাহিনীর সর্বাধুনিক এ বিমান। কৃষ্ণ সাগর তীরবর্তী এ ঘাঁটিটি ক্রিমিয়া উপদ্বীপে সেভাস্টপোলের রুশ শক্তিশালী সামরিক ঘাঁটির থেকে ৪০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। ফেসবুকে দেয়া স্টাটাসে মার্কিন দূতাবাস এ বিমান রোমানিয়ায় অবতরণের বিষয়টি নিশ্চিত করেছে। রোমানিয়ায় মার্কিন পরবর্তী প্রজন্মের এ বিমান প্রথম অবতরণ করেছে বলে এতে জানানো হয়েছে। ব্রিটেনের মার্কিন ঘাঁটি থেকে এ সব বিমান রোমানিয়ায় গেছে। রোমানিয়ায় এফ-২২ পাঠানোর মধ্যদিয়ে ইউরোপে ন্যাটো মিত্র ও অংশিদারদের নিরাপত্তা জোরদার হবে বলে দাবি করা হয়েছে। রেডিও তেহরান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।