বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজী আনোয়ার টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার তারাবো পৌরসভার পবনকুল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় মেশিনারিজ, আসবাবপত্র, তৈরি কাপড়, সুতা ইত্যাদি পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে আব্দুল ছাত্তার মালিকানাধীন এ টেক্সটাইল মিলে হঠাৎ করে আগুন ধরে যায় ও তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে প্রতিষ্ঠানের আসবাবপত্র, মেশিনারিজ, তৈরি কাপড় ও সুতাসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের মালিক আব্দুল ছাত্তার।
ডেমরা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার লিডার জানান, সময়মত আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।