Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৯ টি দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫ টা ৪০ মিনিটের দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুকসুদপুর ও ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. রাজিব হোসেন জানান, ভোরে ওই বাজারের দিলীপ কুমারের কাপড়ের দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে তা আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের ১ টি ও ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৯ টি দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ