মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান মহাকাশে যে কোন সময়ে ভারতকে চমকে দিতে পারে বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ভিনা মালিক। ভারতীয় রাম সুবরামানিয়ার সঙ্গে টুইটারে কথার লড়াইয়ে এই মন্তব্য করে পাক অভিনেত্রী ভিনা বলেন, কেউ কেউ এ গ্রহটিকে ধ্বংস করে দিচ্ছে। এর পর তারা মহাকাশে অনুসন্ধানে যাচ্ছেন। কিন্তু বাকিরা একে বসবাস উপযোগী গড়ে তুলতে লড়াই করছেন। আমরাও যেকোনো সময় চমক দেখাতে পারি। খবর নিউজ ইন্টারন্যাশনাল।
এর আগে ভিনা মালিককে ট্যাগ করে সুবরামানিয়া বলেন, মহাকাশে কোনো পাকিস্তানি নেই। আমরা প্রতিনিয়ত ভারতকে নিয়ে বহু অভিযোগ করতে পারি। কিন্তু আমরা মহাকাশ কর্মসূচি সঠিকভাবে সম্পন্ন করেছি।
উল্লেখ্য, বৃহষ্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, ভারত একটি লো আর্থ অরবিট (এলইও) উপগ্রহ মিসাইল দিয়ে ধ্বংস করেছে। কাজেই উপগ্রহ ধ্বংসকারী অস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে মহাকাশ পরাশক্তিতে পরিণত হয়েছে ভারত। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে এ প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।