নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অপেক্ষাটা শেষ। নির্বাসন উঠে গেছে অস্ট্রেলিয়ান দুই তারকা স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের। গতকাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে আর বাধা নেই অজি দুই তারকার। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে খেলছেন তারা। গতকাল রাতেই মুক্তির স্বাদ নিয়ে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছেন রাজস্থান রয়্যালস আর সানরাইজার্স হায়দরাবাদের দুই তারকা।
গতবছর দক্ষিণ আফ্রিকার বল টেম্পারিং কান্ডে জড়িত থাকায় তৎকালিন অধিনায়ক স্মিথ ও তার সহকারী ওয়ার্নারকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে এক বছর করে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একই অপরাধে ক্যামেরন ব্যানক্রফটকে নিষেধাজ্ঞা দেওয়া হয় ৯ মাসের। তবে শাস্তির বিপক্ষে আপিল করে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছিলেন তারা। ব্যানক্রফটের নিষেধাজ্ঞা কেটেছিল তিন মাস আগেই। শেষের অপেক্ষায় ছিলেন স্মিথ-ওয়ার্নার। সেই অপেক্ষা শেষ হয়েছে এবার। নিষেধাজ্ঞা কাটলেও পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে নয়, আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ দিয়েই দেশের জার্সিতে নামবেন স্মিথ-ওয়ার্নার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।