মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়া থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ক্রয়ে উদ্বিগ্ন হয়ে দেশটির কাছে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বন্ধে সিনেটে দ্বিদলীয় একটি বিল উত্থাপন করেছেন চার সিনেটর। মার্কিন সিনেটরদের এ গ্রুপটি বৃহস্পতিবার এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তরের বিরোধিতা করে আইন প্রণয়ন করেছেন। এতে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ক্রয়ে আঙ্কারার পরিকল্পনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়। মার্কিন সিনেটর জেমস ল্যাঙ্কফোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, তুরস্ক ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ। মার্কিন জাতীয় নিরাপত্তার সহযোগী এবং অংশীদার দেশ। এস-৪০০ ব্যবস্থাগ্রহণে তুরস্কের পরিকল্পনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ল্যাঙ্কফোর্ড বলেন, রাশিয়া ‘প্রতিটা সময়ে ন্যাটো ও মার্কিন স্বার্থকে হ্রাস করার চেষ্টা করছে’। এদিকে সিনেটর জেন শাহীন বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এবং ন্যাটোভুক্ত দেশগুলোর প্রযুক্তির মধ্যে ঢুকতে চেষ্টা করছে। তুরস্ক জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি। আঙ্কারা ২০১৭ সালে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ক্রয়ের সিদ্ধান্ত নেয়। আঙ্কারা যুক্তরাষ্ট্র থেকে ১০০ এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা করেছিল। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।