Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পরাজয়ের শিক্ষা থেকে পরিশ্রম বাড়াবো : রাহুল

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফের ভোট, ফের হার- আর ফের শুরু দলের অন্দরে রাহুল গান্ধীর পিঠ বাঁচানোর চেষ্টা। প্রতিবার কংগ্রেস ভোটে হারে আর দলীয় নেতারা একযোগে দাবি করেন, রাহুল নন, হারের জন্য দলের অন্যান্যরা দায়ী। আর যদি কোনো রাজ্যের পুরভোটেও কংগ্রেস গোটাকয়েক আসন জেতে সঙ্গে সঙ্গে সাংবাদিক বৈঠক ডেকে ঢাকঢোল পিটিয়ে জানানো হয়, রাহুল ছাড়া এই জয় সম্ভবই হত না। এবারেও পাঁচ রাজ্যে ভোটে কংগ্রেসের মুখ পোড়ার পর কংগ্রেস দাবি করেছে, এই ফল অপ্রত্যাশিত ছিলো না। আসামে পরপর তিনবার মুখ্যমন্ত্রী ছিলেন, প্রতিষ্ঠানবিরোধী ভোট তার বিরুদ্ধে গেছে। কিন্তু কেউ একবারও বলছেন না, রাহুল যেখানেই প্রচারে গেছেন, কীভাবে সেখানেই ভরাডুবি হয়েছে দলের। রাহুল নিজে অবশ্য বলছেন, পরাজয় থেকে শিক্ষা নিয়ে তারা আরো বেশি করে খাটবেন, চেষ্টা করবেন মানুষের সমর্থন ও বিশ্বাস জিততে। জয়ী দলগুলিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরাজয়ের শিক্ষা থেকে পরিশ্রম বাড়াবো : রাহুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ