Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজউকের অনুমোদিত নকশার ১৮তলা ভবনে নির্মাণ করা হয়েছে ২৩ তলা

ভবনটি নির্মাণে নকশা মানা হয়নি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১১:২৫ এএম

রাজধানীর বনানীর এফ আর টাওয়ার ভবনটি রাজউকের অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত। রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বিবিসি বাংলাকে বলেন, আজকে আগুন লাগার পর আমরা যখন তথ্য ঘাঁটতে গেছি, তখন আমরা এটা পেয়েছি। যে ভবনটিতে আগুন লাগে, সেটির ফাইল আমি যতটুকু দেখেছি, ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর এটিকে একটি ১৮তলা ভবন হিসেবে করার জন্য নকশা অনুমোদন করা হয়।

কিন্তু এই ভবনটি নির্মাণ করা হয়েছে ২৩ তলা। শুধু তাই নয়, রাউজকের অনুমোদিত নকশা থেকে এই ভবনের নকশায় আরও অনেক বিচ্যূতি রয়েছে।



 

Show all comments
  • সুলাইমান ৩১ মার্চ, ২০১৯, ২:৫০ এএম says : 0
    রাজউকের চেয়ারম্যানের উচিত, অলসতা ও কাজে অবহেলা না করে নিয়মিত ভবনগুলো পর্যবেক্ষণে রাখা। এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়া। আজ যদি রাজউক সঠিকভাবে দায়িত্ব পালন করত, তাহলে রাজধানীতে মানুষ অধিকতর নিরাপদে বসবাস করত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ