Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরাইলি কারাগারে তিন মাস অনশনে থাকা ফিলিস্তিনি সাংবাদিক কিকের মুক্তি

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত বৃহস্পতিবার ইসরাইলের নাহফা কারাগার থেকে অনশনে থাকা ফিলিস্তিনি সাংবাদিক আল কিক মুুক্তি লাভ করেছেন। এই সংবাদ জানিয়েছে ফিলিস্তিনি তথ্য কেন্দ্রকে তার পরিবারপরিজন। মুক্তি পেয়ে পশ্চিমতীরের আল খলিল শহরের চেক পয়েন্ট দিয়ে ফিলিস্তিনি ভূখ-ে পৌঁছার পর আল কিকের আত্মীয়-স্বজন ও সহকর্মীরা তাকে স্বাগত জানান। অবৈধভাবে আটক এবং মিথ্যা অভিযোগের প্রতিবাদে ৯৩ দিন অনশন করে রেকর্ড সৃষ্টিকারী সাংবাদিক মুহাম্মদ আল কিক ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে এক সমঝোতার পর অনশন ভঙ্গ করেন। চলতি মে মাসের ২১ তারিখে তার মুক্তির তারিখ নির্ধারণ করা হয় কিন্তু সরকারি ছুটির কারণে নির্ধারিত সময়ের দু’দিন আগেই গত বৃহস্পতিবার তাকে মুক্তি দেয়া হয়। মুহাম্মদ আল কিক সন্ত্রাসবাদী তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২১ নভেম্বর নিজ বাড়ি থেকে গ্রেফতার হন। তিনি সউদি আরব ভিত্তিক আলমাজিদ টিভি নেটওয়ার্কের সাংবাদিক ছিলেন। মুহাম্মদ আল কিক আটক হওয়ার চার দিন পর থেকেই অনশন শুরু করেন।
টানা তিন মাস তাকে কৃত্রিমভাবে তরল খাবার খাইয়ে রাখা হয়। এই সময়ের মধ্যে তার শরীর একেবারে ভেঙে পড়ে। কয়েকবারই মৃত্যুর মুখোমুখি হতে হয় তাকে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলি কারাগারে তিন মাস অনশনে থাকা ফিলিস্তিনি সাংবাদিক কিকের মুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ