Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রুনাই সফলে সঙ্গীতশিল্পী কোনাল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ব্রুণাই সফরে গেলেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কোনাল। দেশটিতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনের আমন্ত্রণে সেখানে বসবাসরত প্রবাসীদের গান শোনানোর জন্য তার এই সফর। গত বৃহ¯পতিবার রাতে তিনি তার দল নিয়ে ঢাকা ত্যাগ করেন। তর সঙ্গে রয়েছে তার দল ‘কে কোম্পানি’-এর সদস্যরা। এ দলে রয়েছেন সাজু (কী-বোর্ড), রাসেল (লিড গিটার), রুবেল (বেজ গিটার), রাজ (সাউন্ড), পলাশ (পার্কেশন), মানিক (অক্টোপ্যাড)। কোনাল বলেন, গত বছর কলকাতা হাইকমিশনের আমন্ত্রণে সেখানে গেয়েছিলাম। এ ধারাবাহিকতায় ব্রুনাইতে গাইতে যাচ্ছি। ব্রুনাইয়ের দুই শহরে দুটি কনসার্টে অংশ নেব আমি এবং আমার আমার দল। এর আগে আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, ওমান, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে গেয়েছেন কোনাল। সবগুলো দেশে গিয়েছিলেন প্রবাসীদের গান শোনাতে। কোনাল বলেন, আমি নিজে ছোটবেলা থেকে বড় হয়েছি কুয়েতে। তখন নিজেই ছিলাম প্রবাসী। তাই বুঝতে পারি প্রবাসীরা এসব অনুষ্ঠান নিয়ে কতটা উদগ্রীব থাকেন। তাদের মুখে হাসি ফোটানো এবং কিছুটা আনন্দ ভাগাভাগির মধ্যে অন্যরকম প্রশান্তি কাজ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ