প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের সুর ও সংগীতে নতুন গানে কণ্ঠ দিলেন কোনাল। গানটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরদের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত এবং নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত গাঙচিল সিনেমার টাইটেল গান হিসেবে ব্যবহার করা হবে। গানের কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সম্প্রতি গানের রেকর্ড সম্পন্ন হয়েছে। এর আগে গত আগস্টে ইমন সাহার সুর সংগীতে ‘ব্যাকুল বিহঙ্গ সিনেমায় গেয়েছিলেন কোনাল। কোনাল জানান, আরও কয়েকটি নতুন সিনেমায় কণ্ঠ দেব। জমে থাকা কাজগুলো একে একে শেষ করার চেষ্টা করছি। নতুন সিনেমায় প্লেব্যাক প্রসঙ্গে কোনাল বলেন, শওকত আলী ইমন ভাইয়ের সঙ্গে বেশ কিছু সিনেমায় প্লেব্যাক করা হয়েছে। এর মধ্যে ভালোবাসা জিন্দাবাদ ও জানে খোদা উল্লেখযোগ্য। শওকত আলী ইমন বলেন, এটি গাঙচিল সিনেমার টাইটেল গান। কোনালের ভয়েস নেয়া হয়েছে। প্রতীক হাসান ও আকাশ মাহামুদ নামে আরও দুজন গানটিতে কণ্ঠ দেবে। এটি পুরোপুরি উৎসবমুখর গান। সিনেমাটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, গান বাদে সিনেমাটির সব শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন ফেরদৌস, পূর্ণিমা, আনিসুর রহমান, মিলন, তারিক আনাম খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।