Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কংগ্রেস ক্ষমতায় এলে রাহুল প্রধানমন্ত্রী : সোনিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

লোকসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে রাহুল গান্ধীই হবেন ভারতের প্রধানমন্ত্রী। উত্তর প্রদেশের আমেথিতে এক সভায় এমনটিই ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এই প্রথম গান্ধি-নেহেরু পরিবারের কেউ রাহুলের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মুখ খুললেন। ভারতীয় গণমাধ্যম জানায়, নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস কর্মীদের উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, আমরা ২০১৯ -এর লোকসভা ভোটে জিতবই। রাহুল প্রধানমন্ত্রী হবে। যদিও কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। এমনকি রাহুল নিজেও জানিয়েছে, বিষয়টি নিয়ে কিছু ভাবেন না তিনি। যদিও ডিএমকে, আরজেডি, জেডি(এস)-এর মতো কয়েকটি দলের নেতারা দাবি করেছেন, তারা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও শারদ পাওয়ার এতে সমর্থন দেননি। মমতা জানিয়েছেন, কে প্রধানমন্ত্রী হবেন, তা ভোটের রেজাল্টের পর বৈঠক করে ঠিক করা হবে। শারদ পাওয়ারও একই মত দিয়েছেন। উত্তর প্রদেশের আমেথিতে নির্বাচনী প্রচারণায় প্রিয়াঙ্কা আরও বলেন, উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে আমাকে কংগ্রেসের সরকার গড়ার দায়িত্ব দিয়েছে
রাহুল। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কংগ্রেস

২৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ