Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৬ এএম

১ আস
২ ক্যাপ্টেন মারভেল
৩ ওয়ান্ডার পার্ক
৪ ফাইভ ফিট অ্যাপার্ট
৫ হাউ টু ট্রেইন ইওর ড্রাগন : দ্য হিডেন ওয়ার্ল্ড

 

আস

জর্ডান পিল পরিচালিত হরর থ্রিলার ‘আস’। ২০১৭’র ‘গেট আউট’ ফিল্মটি নিয়ে এটি তার দ্বিতীয় ফিল্ম।
উইলসন পরিবারের গল্প এটি। গেইব (উইনস্টন ডিউক), অ্যাডেলেইড (লুপিতা নিয়ং’ও) এবং তাদের দুই সন্তান যোরা (শাহাদি রাইট জোসেফ) আর জেসন (ইভান অ্যালেক্স) তাদের বিচ হাউসে এসেছে ছুটি কাটাবার জন্য। এক সন্ধ্যায় তারা দেখল তাদের ড্রাইভওয়েতে একটি পরিবার দাঁড়িয়ে বাড়িটির দিকে তাকিয়ে আছে। গেইব তাদের স্থানত্যাগ করতে বললে তারা উন্মত্ত হয়ে ওঠে এবং বাড়িটিতে হামলা ও তাদের ওপর আক্রমণ করে। উইলসনরা আবিষ্কার করে সেই পরিবারে চার সদস্য দেখতে একবারে তাদের মত এবং তাদের মতই তাদের ভাবনা। একসময় স্পষ্ট হয়ে যায় উইলসনদের হত্যা না করে তারা থামবে না। অথবা তাদের থামাতে হলে হত্যা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ