বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে কৃষি ব্যাংক থেকে বয়স্ক ভাতা উত্তোলনের সময় ব্যাংকের এক পিয়নের আঘাতে হাত ভাঙ্গলো ৮০ বছর বয়সী এক বৃদ্ধার। ভূক্তভোগী ওই বৃদ্ধা নারীকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূক্তভোগী ওই নারীর নাম লাল ভানু। সে সাভারের বিরুলিয়া গ্রাামের মৃত ফকির চানের স্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে কৃষি ব্যাংক সাভার শাখায় এমন ঘটনা ঘটে।
সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ৬ওয়ার্ড সদস্য আপেল দেওয়ান বলেন, বয়স্ক ভাতা উত্তোলনের জন্য তার ওয়ার্ডের কার্ডধারীরা লাল ভানু কৃষি ব্যাংকের সাভার শাখায় যান। সেখানে ভাতা কার্ড জমাদানকে কেন্দ্র করে তার লাল ভানু ও আরেক জন বয়স্ক নারীর সাথে ব্যাংকের পিয়ন প্রদীপ খারাপ আচরন করে। এক পর্যায়ে পিয়ন লাল ভানুকে হাত ধরে সজোড়ে টান দিয়ে ছেড়ে দেন, এ সময় লাল ভানু পড়ে গিয়ে আঘাত পান। তখন লাল ভানুর বাম হাত ভেঙ্গে যায় ও মাথায় আঘাত পায়। পরে তাকে দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
লাল ভানুর নাতী সহিদ মিয়া জানান, তার নানীকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন তার হাত ভেঙ্গে গেছে।
এ ব্যাপারে অভিযুক্ত ব্যাংকের পিয়ন প্রদীপ এবং ব্যাংকের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।